Singer Jojo News: শাশুড়িকে হারিয়ে গভীর বেদনায় সঙ্গীতশিল্পী জোজো, 'শেষ চিঠিতে' তুলে ধরলেন 'ছোটবয়সের' সংসারের গল্প
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মায়ের মতো যত্ন নিয়ে তাঁকে অনেকটা আগলে রেখেছিলেন৷ কোলে পিঠে করে মানুষ করেন নাতনি বোজোকে৷ ফলে গান চর্চার অনেক সুযোগ পেয়েছিলেন জোজো৷
advertisement
1/6

গানের দুনিয়ার জনপ্রিয় নাম মিস জোজো৷ তিনি মঞ্চে উঠলেই, হাততালিতে কেঁপে যায় চারিদিক৷ জমকালো গানে তিনি সকলের মন জয় করে নেন৷ তাঁরই আজ মন খারাপ৷ পারিবারিক জীবনের এক অভিভাবক আজ তাঁকে ছেড়ে চলে গেলেন৷
advertisement
2/6
খুবই কম বয়সে বিয়ে হয়েছিল সঙ্গীতশিল্পী জোজোর৷ তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর৷ ফলে অনেকটা ছোটবয়সে সংসারের স্পষ্ট ধারণা তাঁর ছিল না৷ শাশুড়ির হাত ধরেই ধীরে ধীরে শিখেছিলেন সব কাজ৷
advertisement
3/6
এরই সঙ্গে মায়ের মতো যত্ন নিয়ে তাঁকে অনেকটা আগলে রেখেছিলেন৷ কোলে পিঠে করে মানুষ করেন নাতনি বোজোকে৷ ফলে গান চর্চার অনেক সুযোগ পেয়েছিলেন জোজো৷
advertisement
4/6
শাশুড়ি যেভাবে সবদিন সামলে রেখেছিলেন যে পেশার প্রতি যত্ন নিতে পারেন জোজো ও তাঁর স্বামী বাবলু৷ শাশুড়ি বিয়োগের দিন এই কথাগুলো খুব মনে পড়ছিল জোজোর৷ নিজেই জানান সে কথা৷
advertisement
5/6
এখন জোজোর মেয়ে বোজো অনেক বড়৷ চাকরি করেন৷ জোজো আবার এক সন্তান দত্তক নিয়েছেন৷ সেই আদির প্রিয় ঠাকুমার সঙ্গে আর সেভাবে সময় কাটাতে পারবে না৷ তার জন্য ওর মন খারাপ৷
advertisement
6/6
তাঁর শাশুড়ির বয়স হয়েছিল ৮৬ বছর৷ সুস্থই ছিলেন, হঠাৎ করে বুকে ব্যথা হয়, মাথা যন্ত্রণা৷ দু’দিনের জ্বরে হঠাৎ করে তাঁর মৃত্যু৷ শোকের ছায়া সঙ্গীতশিল্পীর বাড়িতে৷