Indian Idol Winner Manasi Ghosh: ইন্ডিয়ান আইডল জিতে বাড়িতে ফিরলেন মানসী, নিমতার বাড়িতে ফিরতেই উৎসবের মেজাজ, দেখুন ছবি
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
বাংলার মুকুটে জুটলো নতুন পালক, নিমতার মানসী জিতলেন সংগীত জগতের সেরা খেতাব, ফিরতেই উৎসবের মেজাজ
advertisement
1/9

ইতিমধ্যেই দেশের মধ্যে ১৫ তম সংগীতের রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডলে, বাংলার মেয়ে মানসী ঘোষ জয় করেছেন সেরার খেতাব। বাংলার এই মেয়ে বাড়ি ফিরতেই যেন এখন উৎসবের মেজাজ নিমতায়। পরিবার থেকে পাড়া-প্রতিবেশী ঘরের মেয়ের এমন সাফল্যে যেন আজ উচ্ছ্বসিত। বাংলার মেয়ে হিসেবে প্রথমবার ট্রফি নিয়ে আসতে পেরেই যেন সবচেয়ে বেশি খুশি মানসী নিজেও। (Rudra Narayan Roy)
advertisement
2/9
তবে স্বপ্ন সফল হবে সেদিন, যেদিন অরিজিৎ সিং এর সঙ্গেই করতে পারবেন ডুয়েট। এই স্বপ্ন কে ছুঁতেই এখন চালিয়ে যাচ্ছেন চেষ্টা। ইন্ডিয়ান আইডলে প্রথম হয়ে বাড়ি ফিরতেই মা এর হাতের চিংড়ি কাতলা খেয়ে যেন পরিপূর্ণ তৃপ্তি মিলেছে। তবে মা-র হাতের মাটন কষা সবথেকে প্রিয় মেনু মানসীর।
advertisement
3/9
মা-বাবার ইচ্ছেতেই চার বছর বয়স থেকেই শুরু গান শেখার। তবে দীর্ঘ কুড়ি বছরের সেই সাধনার ফল যেন মিলল এক রাতেই। ছোটবেলা থেকেই শিখতে শিখতেই গানের প্রতি যেন জন্মেছে ভালোবাসা। ১৩ বছর বয়সে প্রথম স্টেজ শো করেন তিনি। আর সেই থেকেই স্টেজ শো করে রোজগার শুরু পরিবারের পাশে দাঁড়াতে। সেই সঙ্গে মানসী সমানতালে চালিয়ে গিয়েছে পড়াশোনাও।
advertisement
4/9
দমদমের ক্রাইস চর্চা হাইস্কুল থেকে পাশ করে ইংরেজীতে অনার্স নিয়ে শিয়ালদহ সুরেন্দ্রনাথ কলেজ থেকে গ্রাজুয়েশন করেন ২০২১ সালে। ওই বছরই সুপার সিঙ্গারে অংশগ্রহণ করে দ্বিতীয় হয় মানসী। সেখানেই থেমে না গিয়ে, বরং নিজেকে আরও তৈরি করে ইন্ডিয়ান আইডলে অডিশন দেয় সে।
advertisement
5/9
তারপর থেকে টানা সাত-আট মাস দর্শক ও বিচারকদের মনজয় করে ফাইনালে মানসী ছিনিয়ে নেয় ইন্ডিয়ান আইডলে প্রথম স্থান। বাংলা থেকে এর আগে প্রথম হলেও, বাংলার মেয়ে হিসাবে মানসী প্রথম এই খেতাব জয় করল। সুপার সিঙ্গারের পর থেকে সোনু নিগমের সঙ্গে ভালসম্পর্ক হয়েছিল মানসীর।
advertisement
6/9
ইন্ডিয়ান আইডলের সময়কালে তিনজন বিচারক শ্রেয়া ঘোষাল, বাদশা, বিশাল দাদলানি প্রিয় হয়ে ওঠে বেলঘড়িয়া নিমতার এই মেয়ে। প্রশংসা কুড়িয়েছে অক্ষয় কুমার থেকে করণ জোহর, কঙ্গনা রানাউত, অনুপম খের, গোবিন্দা, সুখবিন্দর সিং সকলেরই। ইতিমধ্যেই সঙ্গীত পরিচালক ললিত পন্ডিতের সুরে 'মন্নু কেয়া করেগা' বলিউড সিনেমায় সে প্লে-ব্যাক করেছে শানের সঙ্গে।
advertisement
7/9
নিজের অরিজিনাল একটি বাংলা সিঙ্গেলও খুব তাড়াতাড়ি বেরোবে বলেই জানান মানসী। যার সুরও মানসী নিজেই দিয়েছেন। বেসরকারি চ্যানেলের হয়ে আগামী মে থেকে ওয়াল্ড টুর রয়েছে তার।
advertisement
8/9
বাবা, মা, মাসি তার সবথেকে বড় সাপোর্ট। তাঁর আইডলের তালিকায় রয়েছেন লতা, আশা, সুনিধি, শ্রেয়া, সাকিরা, সোনু, ভিশাল মিশ্রা থেকে অরিজিৎ সিং এমনকি বাংলার অনেক শিল্পীও। তবে তার মধ্যে অরিজিৎ সিংয়ের সঙ্গেও গান গাওয়ার স্বপ্ন রয়েছে সবার আগে।
advertisement
9/9
মানসির কথায়, মানুষের ভালবাসা, আশীর্বাদ থাকলে ভবিষ্যতে অরিজিৎ সিংয়ের সঙ্গে গান করা স্বপ্ন সফল হবে। এখন নিমতার বাড়িতে চলছে মানসীর সাফল্য উদযাপন, অনেকেই এখন ইন্ডিয়ান আইডল লে প্রথম স্থান অর্জন করা এই সংগীত শিল্পী কে দেখতে ও শুভেচ্ছা জানাতে আসছেন। তার এই প্রতিভাকে নজরে রেখে অনেকেই এখন বলছেন, আগামী দিনে বলিউড বাংলা থেকে পেতে চলেছে আরও এক সংগীত শিল্পী।