Sreejita De Church Wedding: যেন রূপকথা! সাদা গাউনে বাঙালি নায়িকা, চার্চে জার্মান প্রেমিককে বিয়ে হলদিয়ার কনের, ছবি প্রকাশ্যে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Sreejita De Church Wedding: ‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েই সৃজিতা ঘোষণা করেছিলেন দেশে বাঙালি মতে এবং জার্মানিতে গিয়ে খ্রিষ্টান মতে বিয়ে করবেন প্রেমিকের সঙ্গে। দু’বার বিয়ে হবে নায়িকার।
advertisement
1/8

বহু প্রতিক্ষীত বিবাহ সম্পন্ন হল মুম্বইয়ে। চার্চে খ্রিস্টান মতে বিয়ে সারলেন জনপ্রিয় নায়িকা সৃজিতা দে। হলদিয়ার কন্যা জার্মানি পাড়ি দিয়েছেন বিয়ে করতে। প্রকাশ্য করলেন রূপকথার মতো সেই তিনটি ছবি।
advertisement
2/8
২০১৯ সালের জানুয়ারি মাসে আলাপ এবং প্রেম যুগলের। এক রেস্তরাঁয় আলাপ হয়ে একে অপরের নম্বর নেন। তার পর থেকেই ধীরে ধীরে প্রেমের সূত্রপাত।
advertisement
3/8
‘বিগ বস’-এর ঘর থেকে বেরিয়েই ঘোষণা করেছিলেন দেশে বাঙালি মতে এবং জার্মানিতে গিয়ে খ্রিষ্টান মতে বিয়ে করবেন প্রেমিকের সঙ্গে। দু’বার বিয়ে হবে নায়িকার।
advertisement
4/8
সৃজিতার প্রেমিক মাইকেল ব্লোম পেপের শহরে গিয়ে পাশ্চাত্য কায়দায় বিয়ের পরেই নবদম্পতি মুম্বইতে এসে আগামী ১৭ জুলাই রিসেপশনের আয়োজন করেছেন।
advertisement
5/8
আগেই জানিয়েছিলেন, অক্টোবর-নভেম্বর মাসে বাঙালি মতে বিয়ে করবেন। গোয়া বা কলকাতায়। মাইকেল পেশায় একজন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার। অন্যদিকে সৃজিতা বাংলার হলদিয়ায় বড় হয়েছেন।
advertisement
6/8
হিন্দি টেলিভিশনে তাঁর প্রথম কাজ ‘কসৌটি জিন্দেগি কে’-তে। তার পর একে একে ‘উত্তরণ’, ‘করম আপনা আপনা’, ‘অন্নু কি হো গেয়ি ওয়াহ ভাই ওয়াহ’-তে অভিনয় করেছেন তিনি।
advertisement
7/8
প্যারিসের আইফেল টাওয়ারের সামনে হাঁটু মুড়ে বসে বাঙালি কনেকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন মাইকেল। ২০২১ সালের জানুয়ারি মাসের ঘটনা। ৩৩ বছরের মাইকেলের প্রস্তাবে তখনই রাজি হয়ে যান ৩৩ বছরের সৃজিতা।
advertisement
8/8
‘নজর’ ধারাবাহিকের অভিনেত্রীর পরিবার যে বহুদিন আগেই মাইকেলকে তাঁদের পরিবারের অঙ্গ করে নিয়েছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় ভর্তি। যে কোনও উৎসবে মেয়ে সৃজিতা ও মা লিপি দে মাইকেলের সঙ্গে পুরো পরিবারের ছবি পোস্ট করেন।