Rituaparna Sengupta Son Graduation: আমেরিকার বসটন বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হল ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে অঙ্কন, কত খরচ এখানে পড়তে? chance পান কারা?
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
মা টলিউডের সেরার সেরা নায়িকা৷ বহু বছর ধরে তিনি লাইমলাইটে৷ তবে সন্তানদের বড় করেছেন একেবারে ক্যামেরার থেকে দূরে রেখে৷ ফলে কখন যে ঋতুপর্ণার ছেলে ও মেয়ে বড় হয়ে যাচ্ছে তা বোঝার উপায় নেই৷ এবার গ্র্যাজুয়েট হলেন ঋতুপর্ণা ও সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন৷
advertisement
1/9

মায়ের কোলের ছেলে নয়, অঙ্কন এখন অনেক বড়৷ অঙ্কন মানে ঋতুপর্ণা সেনগুপ্তের ছেলে৷ মা টলিউডের সেরার সেরা নায়িকা৷ বহু বছর ধরে তিনি লাইমলাইটে৷ তবে সন্তানদের বড় করেছেন একেবারে ক্যামেরার থেকে দূরে রেখে৷ ফলে কখন যে ঋতুপর্ণার ছেলে ও মেয়ে বড় হয়ে যাচ্ছে তা বোঝার উপায় নেই৷ এবার গ্র্যাজুয়েট হলেন ঋতুপর্ণা ও সঞ্জয়ের বড় সন্তান অঙ্কন৷
advertisement
2/9
আমেরিকার বস্টন ইউনিভার্সিটি থেকে পাশ করলেন অঙ্কন৷ ছোট থেকেই অঙ্কন পড়াশুনায় ভাল৷ ঋতুপর্ণা স্বামী সঞ্জয় অত্যন্ত ট্যালেন্টেড৷ অন্যদিকে ঋতুপর্ণা সেনগুপ্ত নিজের কর্মক্ষেত্রে শীর্ষে রয়েছেন চিরকাল৷ অর্থাৎ সফল বাবা-মায়ের সন্তান অঙ্কন যে ভাল হবে সেটা বেশ স্বাভাবিক৷
advertisement
3/9
ছোটবেলা থেকে একে অপরের বন্ধু ছিলেন ঋতুপর্ণা ও সঞ্জয়। আর সেই বন্ধুই পরবর্তীতে ভালোবাসায় পরিণত হয়। ১৯৯৯ সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয় ঋতুপর্ণার। সেই সময় ঋতুপর্ণা ছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির টপ হিরোইন৷
advertisement
4/9
বিয়ের পর এবং সন্তান হওয়ার পর ঋতুপর্ণা সাময়িক বিরতি নেন কাজ থেকে৷ তবে তারপর থেকে কাজের সূত্রে দু’জনে দু’জায়গায় থাকতেন৷ সঞ্জয় এখন থাকেন সিঙ্গাপুরে৷
advertisement
5/9
দুই সন্তান অঙ্কন এবং ঋষণাও সিঙ্গাপুরেই বড় হয়েছেন। কাজের বাইরের সময়টা ঋতুপর্ণা নিজেও সেখানে কাটান। এমনকী, সন্তানদের জন্মের পর, বেশ লম্বা একটা বিরতিও নিয়েছিলেন অভিনেত্রী। কাজে যেমন সফল নায়িকা তেমনই সংসারও করেন গুছিয়ে৷
advertisement
6/9
ঋতুপর্ণা যখন সপ্তম শ্রেণিতে পড়তেন, সঞ্জয় তখন ক্লাস টেন। তখন থেকেই আলাপ। ঋতুপর্ণার বাড়িতে যাওয়া-আসা ছিল সঞ্জয়ের। পড়াশোনাতে তুখোড় সঞ্জয় বিদেশে চলে যান পড়তে। টলিউডে ঋতুপর্ণার কেরিয়ারও তখন মধ্য গগনে৷ সঞ্জয়ই এসে বিয়ের প্রস্তাব রেখেছিল ঋতুপর্ণার বাড়িতে। অভিনেত্রীর মা-বাবার একটাই ইচ্ছে ছিল, জামাই শিক্ষিত হবে। তাই বিয়েতে আর না করেননি।
advertisement
7/9
ছেলের গ্র্যাজুয়েশন সেরিমনিতে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা-সঞ্জয় দু’জনেই৷ সঙ্গে ছিল তাঁদের মেয়ে ঋষণাও৷ সেখান থেকে একাধিক ছবি-রিল পোস্ট করে ঋতু লিখেছেন, অনেক শুভেচ্ছা এদিনের জন্য এবং জীবনে এভাবে আদর্শ ও নীতি আঁকড়ে এগিয়ে যাও৷ ঈশ্বরের কাছে প্রর্থণা করি যাতে তিনি এভাবে আশীর্বাদ করেন৷
advertisement
8/9
গ্রাজুয়েশন হ্যাট ও লাল জ্য়াকেটে পরে সার্টিফিকেট হাতে ছিলেন অঙ্কন। একপাশে ছিলেন ঋতুপর্ণা। ছিল তাঁর মেয়ে ও বরও।
advertisement
9/9
কত খরচ হতে পারে সেখানে? একাধিক রিপোর্ট অনুসারে, প্রতি বছর কলেজের পড়ার ও থাকা-খাওয়ার খরচ হিসেবে মোট খরচ প্রায় প্রায় 60 লক্ষ টাকা। পরবর্তীতে সেই খরচ বেড়ে হতে পারে ৭৫-৮০ লক্ষের মতো হয়। তবে মেধাসম্পন্ন পড়ুয়াদের জন্য স্কলারশিপের ব্যবস্থা রয়েছে।