Bappi Lahiri Demise:''যখনই কোনও গান বানাই, ঈশ্বরের কাছে পৌঁছানোর চেষ্টা করি''...না ফেরার দেশে বাপ্পিদা
- Published by:Rukmini Mazumder
Last Updated:
মেয়ে রেমা লাহিড়ির কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক।
advertisement
1/15

advertisement
2/15
বুধবার আসমুদ্র হিমাচলকে কাঁদিয়ে চলে গেলেন বলিউডের 'ডিস্কো কিং' বাপ্পি লাহিড়ি। বাবার শেষকৃত্যের জন্য, আজ বৃহস্পতিবার ভোরেই আমেরিকা থেকে সপরিবারে মুম্বই ফিরেছেন বাপ্পি লাহিড়ির ছেলে বাপ্পা লাহিড়ি।
advertisement
3/15
মুম্বইয়ের সান্তাক্রুজ-এর পবন হংস মহাশ্মশানে অন্ত্যেষ্টি ক্রিয়ার জন্য নিয়ে যাওবা হয় বাপ্পি লাহিড়ির মরদেহ। ফুল, মালা, বাপ্পি লাহিড়ির ছবি দিয়ে সাজানো একটি ট্রাক মহাশ্মশানের উদ্দেশে রওনা হয়। চারপাশে উপচে পড়ে অনুরাগীদের ভিড়। শ্মশানে প্রিয় শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয়েছেন শক্তি কাপুর, আলকা ইয়াগনিক, মিকা সিং, ইলা অরুণ-সহ বলিউডের বহু তারকা!
advertisement
4/15
বাবার মৃত্যুতে দিশেহারা অবস্থা মেয়ে রেমার
advertisement
5/15
বাপ্পিদা কে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে এসেছিলেন বিদ্যা বালন
advertisement
6/15
বাপ্পিদা কে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে আলকা ইয়াগনিক
advertisement
7/15
বাপ্পিদা কে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে মিকা সিং
advertisement
8/15
বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে উদিত নারায়ন
advertisement
9/15
বাপ্পি লাহিড়িকে শেষ শ্রদ্ধা জানাতে শ্মশানে সঙ্গীতশিল্পী অভিজিৎ! রিনি সাক্ষাৎকারে বলেছিলেন, '' আমি তখন থেকে বাপ্পি লাহিড়িকে চিনি যখন ও এত সোনা পরত না।''
advertisement
10/15
বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা জানাতে শ্মশানে শান
advertisement
11/15
বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা জানাতে শ্মশানে এসেছিলেন শক্তি কাপুর
advertisement
12/15
বাপ্পি লাহিড়িকে শ্রদ্ধা জানাতে শ্মশানে এসেছিলেন ইলা অরুণ
advertisement
13/15
মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় বাপ্পি লাহিড়ির। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।
advertisement
14/15
গত বছর এপ্রিল মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাপ্পি লাহিড়ি। ভর্তি হয়েছিলেন মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়িও ফেরেন। মঙ্গলবার মধ্যরাতে ‘অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (ওএসএ)’-তে আক্রান্ত হয়ে মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, গত প্রায় একমাস তিনি বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন।
advertisement
15/15
মেয়ে রেমা লাহিড়ির কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন সুরকার-গায়ক।এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে প্রয়াত শিল্পীর বন্ধু বলেছেন, “রেমার কোলে শেষ নিশ্বাস ত্যাগ করেন বাপ্পিদা। ওর সঙ্গেই শেষ কথা বলেন তিনি। ওঁর পরিবার ভেঙে পড়েছে।”