Actress Pori Moni Adopts Child: ছেলের পর মেয়ের মা হলেন পরীমণি! শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর নতুন করে জীবনে আলোর রেখা
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Actress Pori Moni Adopts Child: এবার মেয়ের মা হলেন পরীমণি। বাংলাদেশের অভিনেত্রীর ঘরে নতুন সদস্য। ছেলের মা এবার মেয়েরও মা। শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের থেকে ভাঙা ঘর জোড়া লাগানোর চেষ্টা করে চলেছেন।
advertisement
1/10

এবার মেয়ের মা হলেন পরীমণি। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রীর ঘরে নতুন সদস্য। ছেলের মা এবার মেয়েরও মা। বাংলাদেশের নায়ক শরিফুল রাজের সঙ্গে বিবাহবিচ্ছেদের থেকে ভাঙা ঘর জোড়া লাগানোর চেষ্টা করে চলেছেন নায়িকা। সেই প্রচেষ্টার নতুন ফসল।
advertisement
2/10
শরিফুলের সঙ্গে বিচ্ছেদের পর দুই বছরের ছেলেকে নিয়ে দাদুর সঙ্গে বসবাস করতেন পরীমণি। কিন্তু একদিন বৃদ্ধ দাদুও সব ছেড়ে চলে গেলেন না ফেরার দেশে। দু’জনের সংসার চলছিল ভালই। কিন্তু অভিনেত্রী চাইলেন পরিবার আরও বড় হোক।
advertisement
3/10
পরীর ইচ্ছে, বাড়িতে আরও এক ছোট্ট প্রাণ আসুক। যে তাঁদের জীবন পরিপূর্ণ করতে পারবে। উল্টোদিকে সেই ছোট্ট প্রাণও একটি পরিবার পাবে। ৬ দিন বয়সের ছোট্ট শিশুকন্যাকে ঘরে আনলেন পরী। সংবাদমাধ্যমে তিনি লিখলেন, ‘আমি মেয়ের মা হয়েছি’।
advertisement
4/10
পরী জানান, শিশুকন্যাকে দত্তক নিয়েছেন এবং আদরের সঙ্গে তাঁর নাম রেখেছেন সাফিরা সুলতানা প্রিয়ম। নায়িকা জানিয়েছেন, মেয়ে তাঁদের বাড়িকে সুন্দর করে তুলেছে। এক পাশে ছেলে, অন্য পাশে মেয়েকে নিয়ে ঘুমচ্ছেন তিনি। অপূর্ব এক অনুভূতি।
advertisement
5/10
শাহীম মুহাম্মদ রাজ্য নামে জন্ম দিয়েছিলেন ছেলের। কিন্তু গতবছর শরিফুলের সঙ্গে বিচ্ছেদের পর ছেলের নাম বদলে শাহীম মুহাম্মদ পদ্ম রেখেছেন পরীমণি।
advertisement
6/10
তবে একইসঙ্গে তিনি জানিয়েছেন, এখনই মেয়ের ছবি তিনি পোস্ট করবেন না। মেয়ে আর একটি বড় হোক, তারপর ভক্তদের সামনে ছোট্ট সাফিরাকে নিয়ে আসবেন দ্বিতীয় বার নতুন মা।
advertisement
7/10
অভিনয়ের পাশাপাশি একা মা হিসেবে দুই সন্তানকে বড় করবেন পরীমণি। মাতৃদিবসের আগে এমন সুখবর দিয়ে তিনি বুঝিয়ে দিলেন, তিনি আদপেই একা নন। তাঁর বড় দুই আশ্রয় তৈরি হয়েছে। আর তারা ছোট্ট হাতে মায়ের মনের যত্ন নিচ্ছে।
advertisement
8/10
কলকাতা ইন্ডাস্ট্রিতে প্রথম সিনেমা ‘ফেলুবকশি’-তে কাজ চলছে তাঁর। পাশাপাশি বাংলাদেশেও আছে বেশ কয়েকটি ছবির কাজ। ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’-সহ একাধিক প্রজেক্টে কলকাতায় কাজ চলছে তাঁর।
advertisement
9/10
পরীর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দত্তক নেওয়ার বিষয়টি প্রকাশ্যে এসেছে। গত সোমবার, ৬ মে তাঁর ফেসবুক পেজে একটি সাম্প্রতিক পোস্টে তিনি সূক্ষ্মভাবে এটির ইঙ্গিত দিয়েছেন। নতুন কেনা বাচ্চাদের পোশাক এবং জুতো জোড়ার একটি স্ন্যাপশট শেয়ার করেছিলেন তিনি।
advertisement
10/10
২০২১ সালে শরিফুল এবং পরীমণির বিয়ে হয়েছিল। ২০২২ সালে ছেলের জন্ম দিয়েছিলেন তাঁরা। কিন্তু তার এক বছরের মধ্যেই ডিভোর্স হয় বাংলাদেশের তারকা দম্পতির।