TRENDING:

Bangla Serial TRP : বছরশেষে মিঠাইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে খুকুমণি! সপ্তাহের সেরা ১০ ধারাবাহিক কী কী

Last Updated:
Bangla Serial TRP : এই সপ্তাহেও একই ধারা বজায় থাকল। টিআরপি তালিকায় এই সপ্তাহেও প্রথম স্থানে রইল জি বাংলার মিঠাই।
advertisement
1/6
বছরশেষে মিঠাইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে খুকুমণি! সপ্তাহের সেরা ১০ ধারাবাহিক কী কী
এই সপ্তাহেও একই ধারা বজায় থাকল। টিআরপি (Bangla serial TRP) তালিকায় এই সপ্তাহেও প্রথম স্থানে রইল জি বাংলার মিঠাই। এই সপ্তাহে এর রেটিং পয়েন্ট ১১। বিগত সপ্তাহগুলিতেও একটু হেরফের হয়নি মিঠাইয়ের স্থান।
advertisement
2/6
মিঠাইয়ের পরেই রয়েছে স্টার জলসার খুকুমণি হোম ডেলিভারি যার রেটিং পয়েন্ট ৯.৯। জি বাংলার যমুনা ঢাকি। এর রেটিং পয়েন্ট ৯। বহুদিন হয়ে গেলেও এই ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
advertisement
3/6
চার নম্বরে রয়েছে জি বাংলার উমা। এর রেটিং পয়েন্ট ৮.৯। এই একই স্থানে একই রেটিং পয়েন্ট নিয়ে রয়েছে স্টার জলসার গাঁটছড়া। পাঁচ নম্বরে রয়েছে জি বাংলার দুটি ধারাবাহিক- সর্বজয়া ও অপরাজিতা অপু। দুটিরই রেটিং পয়েন্ট ৮.৫।
advertisement
4/6
ছয় নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক মন ফাগুন যার রেটিং পয়েন্ট ৮। এর পরেই অর্থাৎ সাত নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক ধুলোকণা। এর রেটিং পয়েন্ট ৭.৭।
advertisement
5/6
আট নম্বরে রয়েছে স্টার জলসার ধারাবাহিক খেলাঘর। এর রেটিং পয়েন্ট ৭.৬। তার পরেই নয় নম্বরে স্টার জলসার ধারাবাহিক আয় তবে সহচরী যার রেটিং পয়েন্ট ৭.৫।
advertisement
6/6
দশ নম্বরে রয়েছে জি বাংলার ধারাবাহিক কড়ি খেলা। এর রেটিং পয়েন্ট ৭.২। তবে এই সপ্তাহে প্রথম দশে থাকল না কৃষ্ণকলি, খড়কুটো।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bangla Serial TRP : বছরশেষে মিঠাইয়ের সঙ্গে পাল্লা দিচ্ছে খুকুমণি! সপ্তাহের সেরা ১০ ধারাবাহিক কী কী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল