Atif Aslam Birthday: আপনি কি আতিফ আসলামের ভক্ত? তাঁর এই ৫ গান না শুনলে জীবন বৃথা
- Published by:Sanchari Kar
Last Updated:
Atif Aslam Birthday: ১২ মার্চ অর্থাৎ রবিবার জীবনের নতুন বছর শুরু করলেন আতিফ। ৪০-এ পা রাখলেন তিনি। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক তাঁর জনপ্রিয় পাঁচ গানের তালিকা।
advertisement
1/7

তাঁর কণ্ঠ কাঁটাতারের গণ্ডি মানে না। মানে না ভাগাভাগির অঙ্ক। পাকিস্তানের আতিফ আসলামের সুর বহু আগেই এসে পৌঁছেছে ভারতে। এ দেশে তাঁর অনুরাগীর সংখ্য়া নেহাত কম নয়। ১২ মার্চ অর্থাৎ রবিবার জীবনের নতুন বছর শুরু করলেন গায়ক। ৪০-এ পা রাখলেন তিনি। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক তাঁর জনপ্রিয় পাঁচ গানের তালিকা।
advertisement
2/7
বলিউডে এক সময় একচেটিয়া গান গেয়েছেন আতিফ। সলমন খান থেকে রণবীর কাপুর, প্রথম সারির অভিনেতাদের কণ্ঠ হয়ে উঠেছেন তিনি।
advertisement
3/7
পেহলি নজর মে ২০০৭ সালে মুক্তি পায় আব্বাস-মাস্তান পরিচালিত 'রেস'। সেই ছবিতে 'পেহলি নজর মে' গেয়ে সকলের মনে ঝড় তুলেছিলেন আতিফ। এখনও প্রেমের মরশুমে এই গুনগুন করেন অনেকে।
advertisement
4/7
তু জানে না 'আজব প্রেম কি গজব কহানি'-র এই গান যেন আজও পুরনো হয়নি। আতিফের কণ্ঠে 'তু জানে না' এখনও তাঁর অনুরাগীদের মন খারাপের সঙ্গী।
advertisement
5/7
আদাত ২০০৫ সাল। 'কলিযুগ'-এর এই গান তখন রাজত্ব করছে চারদিকে। আতিফের কণ্ঠে আদাত আজও নস্টালজিয়া উস্কে দেয়।
advertisement
6/7
উও লামহে 'জ্য়াহের' ছবির এই গান যেন এক সময়ে ব্য়র্থ প্রেমের অ্য়ান্থেম। আতিফের গাওয়া 'উও লামহে' শুনে ভেঙে যাওয়া প্রেমের স্মৃতি হাতড়েছেন অনেকেই।
advertisement
7/7
দিল দিয়া গাল্লা 'টাইগার জিন্দা হ্য়ায়'-র এই গানটি পছন্দ নয়, এমন মানুষ খুঁজে পাওয়া দায়। 'দিল দিয়া গাল্লা'র হাত ধরেই আতিফের কণ্ঠের জাদুতে বুঁদ হয়েছেন শ্রোতারা।