TRENDING:

Ashish Vidyarthi-Rupali Barua : বিয়ের আগে আশিসের ছেলের সঙ্গে দেখা রূপালির, ‘অল্পই কথা হয়, কিন্তু...’, বিস্ফোরক দ্বিতীয় স্ত্রী

Last Updated:
Ashish Vidyarthi-Rupali Barua : পিলু ওরফে রাজশী বড়ুয়ার সঙ্গে ২২ বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদ হয়েছে আশিসের। তাঁদের এক ছেলে অর্থ বিদ্যার্থী। রূপালি সাক্ষাৎকারে জানান, অর্থের সঙ্গে তিনি দেখা করেছিলেন বিয়ের আগে।
advertisement
1/8
বিয়ের আগে আশিস-পুত্রের সঙ্গে দেখা, ‘অল্পই কথা হয়, কিন্তু...’, বিস্ফোরক রূপালি
৫৭ বছর বয়সে দ্বিতীয় বিয়ে। তাও আবার প্রথম স্ত্রী ও পুত্রের সমর্থনে। এমনই সুন্দর করে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা আশিস বিদ্যার্থী। কিন্তু কটাক্ষের ঝড় উঠে যায় তাঁর ‘বিবাহ-কাণ্ড’ নিয়ে।
advertisement
2/8
সম্প্রতি ট্রোলিং নিয়ে মুখ খোলেন আশিসের দ্বিতীয় স্ত্রী রূপালি বড়ুয়া। তাঁর কথায়, ‘‘আমার আসলে কিছু যায় আসে না। যাঁরা কুমন্তব্য করছেন, তাঁদের আমি চিনি না। তাঁরা এমন কিছু দেখেছেন, যা খুব বেশি প্রচলিত নয় এই সমাজে।’’
advertisement
3/8
‘‘সাধারণের কাছে তাই এই ঘটনা অস্বাভাবিক। তবে আমি খুব একটা মন্তব্য পড়ি না। আমার কাছের মানুষেরা আমায় সমর্থন করেছেন, আমার আর কারও বক্তব্য জানার নেই।’’
advertisement
4/8
পিলু ওরফে রাজশী বড়ুয়ার সঙ্গে ২২ বছরের দাম্পত্যের পর বিবাহবিচ্ছেদ হয়েছে আশিসের। তাঁদের এক ছেলে অর্থ বিদ্যার্থী। রূপালি সাক্ষাৎকারে জানান, অর্থের সঙ্গে তিনি দেখা করেছিলেন বিয়ের আগে।
advertisement
5/8
রূপালি বলেন, ‘‘খুব মিষ্টি ছেলে। খুবই ভাল কথা হয় আমাদের। গুরুগম্ভীর আলোচনা নয় যদিও। সে এখন কী করছে না করছে, এই নিয়েই কথা হয়। সাধারণ কথাবার্তা। খুব কম কথা হয় আমাদের, কিন্তু সেটা খুবই সুন্দর ছিল।’’
advertisement
6/8
হঠাৎ রূপালি বড়ুয়ার সঙ্গে দ্বিতীয় বিয়ের ছবি দেখে চমকে উঠেছিলেন সকলেই। সেই সময়ে কানাঘুষো শোনা যাচ্ছিল, রাজশীর সঙ্গে প্রতারণা করে দ্বিতীয় প্রেম ও বিয়ে করেছেন আশিস।
advertisement
7/8
কিন্তু অভিনেতার প্রাক্তন স্ত্রী এর আগেই জানিয়েছিলেন, যা যা শোনা গিয়েছিল, তার কিছুই সত্য নয়। রাজশী নিজেই চেয়েছিলেন দাম্পত্য থেকে বেরিয়ে যেতে। কিন্তু তার নেপথ্যে আশিসের হাত নেই।
advertisement
8/8
নিজেকে আর স্ত্রী হিসেবে দেখতে পাচ্ছেন না রাজশী। কেবল শ্রীমতী বিদ্যার্থী হয়ে থাকতে চান না তিনি। তাঁর এই সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন আশিস।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ashish Vidyarthi-Rupali Barua : বিয়ের আগে আশিসের ছেলের সঙ্গে দেখা রূপালির, ‘অল্পই কথা হয়, কিন্তু...’, বিস্ফোরক দ্বিতীয় স্ত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল