Arpita Khan | Salman Khan | Viral News: অর্পিতা খানের কানের দুলের দাম জানেন? সলমন খানের বোনের দুলে হাত! বাড়িতেই ঘটল ভয়াবহ কাণ্ড
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Arpita Khan | Salman Khan | Viral News: এই না হলে সলমন খানের বোন! কানের দুল নিয়ে ঘটে গেল মহা-কাণ্ড! জানুন
advertisement
1/5

বড় বড় মানুষের বড় বড় ব্যাপার। আর সেলেবদের বিষয়টা তো আরই আলাদা। সলমন খান বলিউডের ভাইজান। তাঁর নাম ডাকে বলিউড কাঁপে। সেই সলমন খানের বোন অর্পিতা খান। ছোট বোন ভাইজানের গর্ব। সেই বোনের বাড়িতে ঘটে গেল এই কাণ্ড! জানলে অবাক হবেন! photo source collected
advertisement
2/5
অর্পিতা ২০১৪ সালে বিয়ে করেন আয়ুষ শর্মাকে। বিয়ের পর মুম্বইয়ের বিলাস-বহুল অ্যাপার্টমেন্টে তাঁদের সুখের সংসার। তাঁদের বিয়েতে শাহরুখ থেকে হৃত্বিক কে আসেননি। শাহরুখ খান বিয়েতে ভীষণ দামি একটি ব্যাগ উপহার দিয়েছিলেন অর্পিতাকে। বাড়িতে দামি ব্যাগ, গয়নাতে ভরা অর্পিতার।photo source collected
advertisement
3/5
তবে শুধু তাই নয়, অর্পিতার বাড়িতে কাজ করেন দশজন হাউস-স্টাফ। সেই হাউস স্টাফের একজন এমন কাণ্ড ঘটালো যা ভাবতেও পারেননি কেউ। photo source collected
advertisement
4/5
অর্পিতার বাড়ি থেকে একটি বহুমূল্য হীরের কানের দুল চুরি যায়। সঙ্গে সঙ্গে মুম্বই থানায় অভিযোগ জানান অর্পিতা। তবে শুধু অভিযোগ নয়। অর্পিতা সন্দেহ করেন তাঁর এক স্টাফকে। সেই মতো ওই কর্মী সন্দীপ হেগড়ের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। ওই স্টাফের বাড়ি থেকেই উদ্ধার হয় হীরের কানের দুল। photo source collected
advertisement
5/5
আপাতত কাস্টডিতে রাখা হয়েছে ওই অভিযুক্ত স্টাফকে। তবে হীরের কানের দুলের দাম জানলে অবাক হবেন। ৫ লক্ষ টাকা দাম ওই গয়নার। আর হবেই না বা কেন? বোন কার দেখতে হবে তো!photo source collected