TRENDING:

গোয়ায় বাংলার জয়গান, দেব-পরানের 'টনিক', অরিন্দম-গার্গীর 'মহানন্দা' এবার চলচ্চিত্র উৎসবে

Last Updated:
মূলধারার বাণিজ্যিক ছবির মধ্যে বেছে নেওয়া হয়েছে 'টনিক'কে। অভিজিৎ সেনের এই ছবি মুক্তির পরেও দারুণ প্রতিক্রিয়া পেয়েছিল দর্শকদের কাছে।
advertisement
1/6
বাংলার জয়গান! দেব-পরানের 'টনিক', অরিন্দম-গার্গীর 'মহানন্দা' এবার গোয়ার উৎসবে
গোয়াতে এবার বাংলার জয়জকার। ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল (IFFI)-এ দেখানো হবে সুপারস্টার দেব-পরান বন্দ্যোপাধ্যায়ের ছবি 'টনিক' এবং অরিন্দম শীল পরিচালিত 'মহানন্দা'।
advertisement
2/6
আগামী ২০ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই উৎসব চলবে গোয়ায়। আর সেখানে দেখানো হবে ১০টি হিন্দি, ৪টি করে তামিল এবং তেলুগু, দু'টি বাংলা, ৭টি ইংরেজি, কন্নড় এবং মালয়ালম ভাষার ৩টি, মরাঠি ভাষার ৫টি এবং আরও বিভিন্ন ভাষার ছবি। ফিচার এবং নন-ফিচারে ভাগ করা হয়েছে।
advertisement
3/6
৫৩তম গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ফিচার বিভাগের মধ্যে ১২জন জুরির বেছে নেওয়া ২০টি ফিচার ছবির মধ্যে জায়গা করে নিয়েছে মহাশ্বেতা দেবীর জীবনীচিত্র 'মহানন্দা'। মহাশ্বেতা দেবীর চরিত্রে অভিনয় করেছিলেন গার্গী রায়চৌধুরী।
advertisement
4/6
মূলধারার বাণিজ্যিক ছবির মধ্যে বেছে নেওয়া হয়েছে 'টনিক'কে। অভিজিৎ সেনের এই ছবি মুক্তির পরেও দারুণ প্রতিক্রিয়া পেয়েছিল দর্শকদের কাছে। আর আজ দেব-পরানের জুটির সেই ছবি দেশের পশ্চিমে পাড়ি দিল।
advertisement
5/6
'মহানন্দা' ছাড়া ওই বিভাগে দেখানো হবে 'সিয়া', 'থ্রি অফ আস', 'দ্য স্টোরিটেলার', 'সিনেমা বন্দি', 'প্রতীক্ষা', প্রমুখ বিভিন্ন ভাষার ছবি।
advertisement
6/6
'টনিক'-এর সঙ্গে একই বিভাগে দেখানো হবে বিবেক অগ্নিহোত্রীর 'দ্য কাশ্মীর ফাইলস', এস এস রাজামৌলীর 'আরআরআর', বোয়াপাতি শ্রিনুর 'অখণ্ড', প্রবীণ তারদের 'ধর্মবীর... মুক্কাম পোস্ট থানে'-র মতো ছবি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
গোয়ায় বাংলার জয়গান, দেব-পরানের 'টনিক', অরিন্দম-গার্গীর 'মহানন্দা' এবার চলচ্চিত্র উৎসবে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল