TRENDING:

Arijit Singh live concert date: বাংলায় ফের অরিজিৎ! শো-এর দিন বদল, অফলাইনেও টিকিট! কবে ও কীভাবে গান শুনতে যাবেন

Last Updated:
Arijit Singh live concert date: টিকিটের দাম ঘোষণা করেননি উদ্যোক্তারা। এর জন্যে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। ৩ মার্চ বিকেলে টিকিটের দাম ঘোষণা হবে। অনলাইনেই মিলবে টিকিট। পাঁচটা ক্যাটাগরির টিকিট থাকবে।
advertisement
1/6
বাংলায় ফের অরিজিৎ! শো-এর দিন বদল, অফলাইনেও টিকিট! কবে ও কীভাবে গান শুনতে যাবেন
ফের মঞ্চ কাঁপাতে বাংলায় আসছেন অরিজিৎ সিং! এবারে শহর শিলিগুড়িতে। আগামী ৪ এপ্রিল সন্ধ্যায় শিলিগুড়িতে কান পাতলেই শোনা যাবে অরিজিতের গান! শহরের সঙ্গীতপ্রেমীরা দিন গুনছিলেন। তারিখ নিয়েও জল্পনা চলছিল। (রিপোর্টার: পার্থপ্রতিম সরকার)
advertisement
2/6
প্রথমে ঠিক হয়েছিল ১ এপ্রিল অনুষ্ঠান হবে। সেই মতো সোশ্যাল মিডিয়াজুড়ে প্রচারের ঝড় উঠেছিল। অবশেষে আজ, বুধবার আনুষ্ঠানিকভাবে দিন ঘোষণা করল উদ্যোক্তা ডিএস এন্টারটেইনমেন্ট। সংস্থার কর্ণধার দেবাংশু পাল চৌধুরী, শঙ্কর ব্রত বাগচী, জয়ন্ত মৌলিকরা জানান, সিবিএসসির পরীক্ষা চলবে। তাই ১-এর পরিবর্তে ৪ এপ্রিল অরিজিতের অনুষ্ঠান হবে। (রিপোর্টার: পার্থপ্রতিম সরকার)
advertisement
3/6
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে হবে অরিজিতের কনসার্ট। তবে আজ টিকিটের দাম ঘোষণা করেননি উদ্যোক্তারা। এর জন্যে অপেক্ষা করতে হবে আর কয়েক ঘন্টা। ৩ মার্চ বিকেলে টিকিটের দাম ঘোষণা হবে। অনলাইনেই মিলবে টিকিট। পাঁচটা ক্যাটাগরির টিকিট থাকবে। (রিপোর্টার: পার্থপ্রতিম সরকার)
advertisement
4/6
প্রথমে সোফা, তারপর ডায়মন্ড, গোল্ড, সিলভার, ব্রোঞ্জ। উদ্যোক্তারা জানিয়েছেন, কলকাতার তুলনায় টিকিটের দাম কম করা হবে। কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এর আগে গান গেয়েছেন? দলের মেহেন্দী, শান, নেহা কক্কর, লতা মঙ্গেশকর-সহ অনেকেই। শিলিগুড়িতে কিশোর কুমার, মিঠুন চক্রবর্তী নাইটও হয়েছিল। প্রায় ১০-১২ বছর পর আবার সঙ্গীতের মহাযোজ্ঞ বসছে শিলিগুড়িতে। তা হচ্ছে অরিজিতের হাত ধরে। (রিপোর্টার: পার্থপ্রতিম সরকার)
advertisement
5/6
তবে স্টেডিয়ামে কোনও গর্ত খোঁড়া হবে না। অত্যাধুনিক প্রযুক্তিতে স্টেজ বানানো হবে বলে জানান শঙ্কর। তবে স্টেডিয়ামের গ্যালারি পাচ্ছেন না উদ্যোক্তারা। ১৪ হাজার দর্শক নিয়েই অনুষ্ঠান হবে, জানান দেবাংশু। তিনি আরও জানান, ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় থাকছে। রাজ্য পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তারক্ষী, বাউন্সারও থাকবে। পাহাড় এবং উত্তরবঙ্গের অন্য জেলার দর্শকদের ফেরার জন্যে বিশেষ বাসেরও ব্যবস্থা থাকছে। (রিপোর্টার: পার্থপ্রতিম সরকার)
advertisement
6/6
অনলাইনের পাশাপাশি উত্তরবঙ্গের শিলিগুড়ি-সহ বেশ কয়েকটি শহরে অফলাইনে টিকিটের জন্য কাউন্টার খোলা হবে। সম্প্রতি কলকাতায় অরিজিতের কনসার্ট সুপারহিট হয়। আফশোস ছিল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের সঙ্গীতপ্রেমীদের। এবারে সেই স্বপ্নও বাস্তবায়িত হতে চলেছে। বনি ঘোষ জানান, শিলিগুড়িতে এর আগেও বড় বড় সঙ্গীতের আসর বসেছিল। অরিজিৎ সেই আসরে নয়া সংযোজন। (রিপোর্টার: পার্থপ্রতিম সরকার)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Arijit Singh live concert date: বাংলায় ফের অরিজিৎ! শো-এর দিন বদল, অফলাইনেও টিকিট! কবে ও কীভাবে গান শুনতে যাবেন
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল