TRENDING:

Ranveer-Deepika: সবটাই মিথ‍্যে? আদৌ গর্ভবতী নন দীপিকা পাড়ুকোন? তাহলে... একটা ঘটনাই 'ফাঁস' করে দিল সব

Last Updated:
Ranveer-Deepika: সম্প্রতি পাপারাৎজিদের দেখে খুব একটা খুশি হননি দীপিকা। উল্টে বিরক্ত হয়েই তিনি বলেছিলেন, যেন তাঁর ছবি তোলা না হয়। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। ছবি তুলেছেন তাঁরা। তাতে বেবিবাম্পের চিহ্নমাত্র নেই। সারোগেসির যেই জল্পনা উঠে এসেছিল, সেটা সত্যি কিনা এবার সেই প্রশ্ন উঠছে।
advertisement
1/7
সবটাই মিথ‍্যে? আদৌ গর্ভবতী নন দীপিকা পাড়ুকোন? তাহলে... একটা ঘটনাই 'ফাঁস' করে দি
বর্তমানে ‘সিংহম এগেইন’-এর শ্যুটিংয়ে ব্যস্ত হবু মা দীপিকা। সবাই একটাই কথা বলছিল, মাতৃত্বের আভাই যেন ফুটে ফুটে উঠেছে অভিনেত্রীর চোখেমুখে!
advertisement
2/7
তবে এবার কিছু ঘটনায় ভক্তদের মনে সন্দেহ জাগছে। এদিকে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন দীপিকা। রণবীরও এই নিয়ে কোনও মন্তব্য করেননি।
advertisement
3/7
এর আগেও তাঁর গর্ভাবস্থা নিয়ে একাধিক মন্তব্য করেছেন নেটিজেনরা। সাম্প্রতিক পোস্টে একজন ভক্তের মন্তব‍্য, ‘‘কেউ কি বেবি বাম্প এখনও দেখোনি।’’ অন‍্য এক ব‍্যক্তি বলেছেন, ‘‘দিপীকা তুমি কি সত‍্যিই গর্ভবতী?’’ দিপীকার এক ভক্ত লিখেছেন, ‘‘ আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। তুমি গর্ভবতী বলে দাও।’’
advertisement
4/7
আসলেই কি অন্তঃসত্ত্বা দীপিকা? কখনও তাঁকে হিল জুতো পরে দেখা গিয়েছে, প্রায় আড়াই মাস কেটে যাওয়ার পরেও দীপিকার বেবিবাম্প উঁকি দেয়নি।
advertisement
5/7
রণবীর এবং দীপিকা তাঁদের প্রথম সন্তানকে বেঙ্গালুরুতেই স্বাগত জানাবেন বলেই খবর শোনা গিয়েছিল। এও শোনা যায় এই পরিস্থিতিতে কাজগুলিকেও যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে ফেলতে চাইছেন নায়িকা।
advertisement
6/7
সম্প্রতি পাপারাৎজিদের দেখে খুব একটা খুশি হননি দীপিকা। উল্টে বিরক্ত হয়েই তিনি বলেছিলেন, যেন তাঁর ছবি তোলা না হয়। কিন্তু তাতে লাভ কিছুই হয়নি। ছবি তুলেছেন তাঁরা। তাতে বেবিবাম্পের চিহ্নমাত্র নেই। সারোগেসির যেই জল্পনা উঠে এসেছিল, সেটা সত্যি কিনা এবার সেই প্রশ্ন উঠছে।
advertisement
7/7
মনে রাখা দরকার, দীপিকা কিন্তু কোথাও লেখেননি তিনি অন্তঃসত্ত্বা।, তিনি সন্তান আসার খবর শুরু শেয়ার করেছিলেন মাত্র। তাই সারোগেসির জল্পনা আরও একধাপ এগিয়ে গেল।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ranveer-Deepika: সবটাই মিথ‍্যে? আদৌ গর্ভবতী নন দীপিকা পাড়ুকোন? তাহলে... একটা ঘটনাই 'ফাঁস' করে দিল সব
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল