TRENDING:

Shakib Khan-Apu Biswas: শাকিবকে 'ফতুর' করে দিচ্ছে ১ম পক্ষের ছেলে জয়! 'আমাকেও কিনে দিতে চাইছে', বলছেন অপু

Last Updated:
Shakib Khan-Apu Biswas: ইদে 'প্রিয়তমা' মুক্তির পরেই আমেরিকা উড়ে গিয়েছেন শাকিব। বিগত বেশ কিছু দিন ধরেই সেখানে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং ছেলে জয়। বিদেশে একসঙ্গে সময়ও কাটাতে দেখা গিয়েছে দু'জনকে। অনেকেই মনে করছেন, ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগার পথে।
advertisement
1/5
শাকিবকে 'ফতুর' করে দিচ্ছে ১ম পক্ষের ছেলে জয়! 'আমাকেও কিনে দিতে চাইছে', বলছেন অপু
ভেঙে যাওয়া সংসার কি জোড়া লাগছে ফের? সম্প্রতি ওপার বাংলার দুই তারকা শাকিব খান এবং অপু বিশ্বাসের নতুন করে গড়ে ওঠা রসায়ন দেখে এমনই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে চারদিকে। ইদে 'প্রিয়তমা' মুক্তির পরেই আমেরিকা উড়ে গিয়েছেন শাকিব। বিগত বেশ কিছু দিন ধরেই সেখানে রয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস এবং ছেলে জয়। বিদেশে একসঙ্গে সময়ও কাটাতে দেখা গিয়েছে দু'জনকে। অনেকেই মনে করছেন, ফের ভাঙা সম্পর্ক জোড়া লাগার পথে।
advertisement
2/5
শাকিব এবং অপুর পথ আলাদা হয়েছে অনেক আগেই। দুই তারকার মধ্যে যোগসূত্র তাঁদের সন্তান জয়। এই প্রথম আমেরিকা যাত্রা তার। সঙ্গী মা-বাবা। দু'জনের সঙ্গেই সময় কাটাচ্ছে একরত্তি। আর তার সঙ্গেই আবদারের বন্যা।
advertisement
3/5
বাংলাদেশের প্রথম সারির সংবাদমাধ্যমকে অপু জানান, বিদেশে তাঁরা খুব ভাল সময় কাচাচ্ছেন। জয় বিশেষ করে খুব আনন্দ করছে।
advertisement
4/5
অভিনেত্রী বলেন, "এখানে ওর তো প্রথম আসা। তা ছাড়া ওর বাবা ওকে বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যাচ্ছে। তাকে নিয়ে শপিংমলে ঘুরছে।"
advertisement
5/5
শুধু সন্তানকেই নয়। প্রাক্তন স্ত্রীকেও নাকি অনেক কিছু কিনে দিতে চেয়েছেন শাকিব। কিন্তু তাঁর কাছ থেকে কোনও উপহারই নেননি অপু। তিনি জানিয়েছেন, শাকিবকে ঘিরে তাঁর মান-অভিমান মুছে গিয়েছে। তাই নতুন করে আর কোনও বিতর্কে জড়াতে চান না অভিনেত্রাী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Shakib Khan-Apu Biswas: শাকিবকে 'ফতুর' করে দিচ্ছে ১ম পক্ষের ছেলে জয়! 'আমাকেও কিনে দিতে চাইছে', বলছেন অপু
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল