TRENDING:

Anurager Chhowa Serial Plot: সূর্য-দীপার মধ্যে ফের দূরত্ব? নায়কের শুক্রাণু চুরি করে কাজ হাসিল করার নয়া ফন্দি মিশকার

Last Updated:
Anurager Chhowa Serial Plot: সূর্যর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে মিশকা। অসহায় সূর্য বারবার বলছে, এসব মিথ্যা। কিন্তু মিশকাকে মিথ্যে প্রমাণ করার উপায় নেই। কারণ সে সূর্যর শুক্রাণু চুরি করেছে।
advertisement
1/7
সূর্যর শুক্রাণু চুরি করেই কাজ হাসিল! মিশকার নয়া ফন্দিতেই কি ফের দূরে সরবে দীপা
ফের নয়া মোড় ‘অনুরাগের ছোঁয়া’-তে। সূর্য-দীপা কাছাকাছি আসতে না আসতেই নতুন কর দূরত্ব তৈরি করতে উঠেপড়ে লেগেছে মিশকা। খলনায়িকার নয়া চালেই কি আবার নায়ক-নায়িকা দূরে সরে যাবে?
advertisement
2/7
ধারাবাহিকে এখন দেখানো হচ্ছে, সূর্যর মধ্যে অপরাধ বোধ তৈরি হয়েছে। সে জেনে গিয়েছে যে সোনা আর রূপা দু’জনেই তার সন্তান। সূর্য বুঝেছে যে দীপা মিথ্যা কথা বলেনি। বিভিন্ন ভাবে ক্ষমা চাইছে স্ত্রীর কাছে।
advertisement
3/7
এখন তাদের বাড়িতে থিম পার্টিরও আয়োজন করা হয়েছে। দীপার কাছে ক্ষমা চাওয়া এবং তার মন ভাল করার জন্য সবরকম ভাবে চেষ্টা করছে সূর্য। কিন্তু বিপদ কি আর বিদায় নিতে পারে এত তাড়াতাড়ি?
advertisement
4/7
মিশকা তার পরের চাল প্রস্তুত করে নিয়েছে। তার দাবি, সে অন্তঃসত্ত্বা এবং তার সন্তানের বাবা সূর্য। সে মিথ্যে প্রমাণ করতে মুখিয়ে রয়েছে। যেন তার এবং সূর্যর মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়েছিল।
advertisement
5/7
সূর্যর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে মিশকা। অসহায় সূর্য বারবার বলছে, এসব মিথ্যা। কিন্তু মিশকাকে মিথ্যে প্রমাণ করার উপায় নেই। কারণ সে সূর্যর শুক্রাণু চুরি করেছে।
advertisement
6/7
সূর্য তার ফার্টিলিটি পরীক্ষার জন্য শুক্রাণু দিয়েছিল ল্যাবে। সেখান থেকেই চুরি করেছে মিশকা। কিন্তু দীপা মিশকাকে বিশ্বাস করতে রাজি নয়। সে জানে মিশকা মিথ্যা কথা বলছে।
advertisement
7/7
তবে কীভাবে মিশকাকে মিথ্যেবাদী প্রমাণ করবে সূর্য? গল্পের মোড় ঘুরেছে মিশকার এই কাণ্ডে। তবে কি আবারও শেষমেশ সূর্য আর দীপা দূরে সরবে নাকি এই ঘটনাই ফের তাদের কাছে টানবে?
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anurager Chhowa Serial Plot: সূর্য-দীপার মধ্যে ফের দূরত্ব? নায়কের শুক্রাণু চুরি করে কাজ হাসিল করার নয়া ফন্দি মিশকার
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল