Anurager Chhowa: অনুরাগের ছোঁয়ায় নয়া মোড়! কয়েক বছর পরে মুখোমুখি সূর্য-দীপা, সোনা-রূপা মেলাতে পারবে বাবা-মা-কে? নতুন প্রোমোতে তোলপাড় সোশ্যাল মিডিয়ায়
- Published by:Arjun Neogi
Last Updated:
Anurager Chhowa: পরপর ধামাকাদার এপিসোডে দৈনন্দিন জনপ্রিয়তার শীর্ষে
advertisement
1/11

এই মুহূর্তে বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় শো অনুরাগের ছোঁয়া ৷ দৈনন্দিন জনপ্রিয়তায় অন্যতম শীর্ষ স্থানীয় ধারাবাহিকও বলা যেতে পারে ৷ ফাইল ছবি ৷
advertisement
2/11
কবীর, দীপা ও সূর্যের মধ্যে স্নায়ুযুদ্ধ দর্শকদের মধ্যে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে ৷ তখন থেকে গল্পের ও টিভিআরের নতুন মোড় দেখতে পাওয়া যায় ৷ ফাইল ছবি ৷
advertisement
3/11
মাত্র কয়েক মাসেই গল্পের নতুন মোড় দর্সকদের ভাললাগার এক আলাদা জায়গা সৃষ্টি করেছে ৷ বিশেষ দীপার যমজ সন্তান সোনা-রূপা ৷ সোনা বাবার সঙ্গে থাকে রূপা থাকে মায়ের সঙ্গে ৷ ফাইল ছবি ৷
advertisement
4/11
এই মেয়েরাই বাবা-মায়ের ভাগ্য ফেরাবে সেই বিশ্বাস নিয়েই দুই নাতনিকে নিয়ে আলাদা থাকেন লাবণ্য ৷ সেই স্বপ্নপূরণ হবে কি না তা বলবে আগামী দিনগুলিতেই ৷ ফাইল ছবি ৷
advertisement
5/11
সোনা রূপা কেন্দ্রীক গল্প, তাদের জীবনের ওঠাপড়া, দুষ্টুমি থেকে শুরু করে নানান ধরনের জীবনের গল্প জীবনকে যেন আরও সমৃদ্ধ করে ৷ ফাইল ছবি ৷
advertisement
6/11
এখন এটাই লাখ টাকার প্রশ্ন যে দীপা-সূর্যের মধ্যে কি মিল হবে? সোনা-রূপার পক্ষে কি বাবা-মাকে এক করার ব্রত সফল হবে? ফাইল ছবি ৷
advertisement
7/11
নতুন নতুন ট্যুইস্ট কি আপেক্ষা করছে গল্পে? নতুন প্রোমোতে দেখতে পাওয়া গিয়েছে সোনার স্কুলের জন্য টিফিন নিয়ে যেতে দেরি করেছেন সূর্য ৷ ফাইল ছবি ৷
advertisement
8/11
অন্যদিকে সোনাকে না খেয়ে খথাকতে দেখে দীপা কোলে নিয়ে আরদ করছেন ৷ রাস্তায় রূপার সঙ্গে দেখা হয় সূর্যর, সেখানে সে মায়ের ওষুধ পৌঁছে দিতে বলে ৷ সূর্যও কথা দেয় ৷ ফাইল ছবি ৷
advertisement
9/11
এই প্রোমোই এবার তোলপাড় করেছে দর্শকেরাও কি চান এবার দীপা-সূর্যর দেখা হোক? অন্যদিকে সোনা সূর্যকে বাবা বলে ডাকলে দীপা ভুল বুঝতে শুরু করে? ফাইল ছবি ৷
advertisement
10/11
দীপার মনে বাসা বাঁধে প্রশ্ন? মিশকাকে বিয়ে করেছে সূর্য? সোনা তাদেরই সন্তান? নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দীপার জীবনে? ফাইল ছবি ৷
advertisement
11/11
তবে কি এই ভুল বোঝাবুঝির অবসান ঘটাতে পারবে সোনা-রূপা? সূর্য-দীপার দুই পাড়ের সেতু হয়ে দাঁড়াবে সোনা-রূপা? টানটান আগামী পর্বগুলিই বলে দেবে নতুন কী ঘটতে চলেছে ৷ ফাইল ছবি ৷