TRENDING:

শহরে যানজটে বারবার বাধা পেল অনুরাগের শ্যুট, তাও থামেনি ট্রাম, বন্ধ হয়নি ক্যামেরা

Last Updated:
নোনাপুকুর ট্রাম ডিপোতেই মূলত এই ছবির শ্যুটিং চলছে। আজ, শনিবার ধর্মতলা ট্রাম ডিপো থেকে নোনাপুকুর পর্যন্ত শ্যুট হয়েছে। মেট্রোয় চড়ে অভিনয় করেছেন দর্শনা-প্রণয়।
advertisement
1/7
শহরে যানজটে বারবার বাধা পেল অনুরাগের শ্যুট, তাও থামেনি ট্রাম, বন্ধ হয়নি ক্যামেরা
ট্রামে ট্রামে 'মেট্রো ইন দিনো'। কলকাতা শহরে জোরকদমে শ্যুটিং চলছে অনুরাগ বসুর ছবির। শুক্রবার থেকে কাজ শুরু হয়েছে শহরে। চলবে আরও বেশ কয়েকদিনে। ছবির চারটি গল্পের মধ্যে একটি গল্প নিজের শহরকে কেন্দ্র করে বানাচ্ছে মুম্বইয়ের এই বাঙালি পরিচালক।
advertisement
2/7
এই গল্পে অনুপম খের, নীনা গুপ্তা, প্রণয় ছাড়াও বাংলার অভিেনতা-অভিনেত্রীরাও রয়েছেন। দর্শনা বণিক, শাশ্বত চট্টোপাধ্যায়। এর আগেই দর্শনা নিউজ18 বাংলাকে জানিয়েছিলেন, মানুষে মানুষের সম্পর্কের টানাপড়েন নিয়ে এই গল্প। আবেগ, অনুভূতি ভরপুর ছবিতে।
advertisement
3/7
নোনাপুকুর ট্রাম ডিপোতেই মূলত এই ছবির শ্যুটিং চলছে। আজ, শনিবার ধর্মতলা ট্রাম ডিপো থেকে নোনাপুকুর পর্যন্ত শ্যুট হয়েছে। মেট্রোয় চড়ে অভিনয় করেছেন দর্শনা-প্রণয়। ময়দানে শ্যুট করেছেন অনুপম-নীনা।
advertisement
4/7
শনিবারের মতো শ্যুট শেষ হলে রাতে মহা পার্টির আয়োজন করা হয়েছে। ছবির কলাকুশলীরা সকলে মিলে আড্ডায় মাতবেন এই শহরেই। কলকাতার আগে ৮ দিন অন্য গল্পের শ্যুটিং হয়েছে মুম্বইয়ে।
advertisement
5/7
ছবির বাকি গল্পগুলিতে অভিনয় করছেন সারা আলি খান, আদিত্য রয় কাপুর, পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল এবং ফতিমা সানা শেখ। ছবির সঙ্গীতের দায়িত্ব অবশ্যই প্রীতমের কাঁধে। ছবির চারটি গল্প আলাদা আলাদা ভাবে এগোলেও একই সূত্রে বাঁধা।
advertisement
6/7
নিউজ18 বাংলাকে অনুরাগ জানিয়েছেন, নিজের শহরে শ্যুট করতে পেরে তিিন খুবই খুশি। তাঁর অন্যান্য ছবির ক্ষেত্রেও কলকাতা শহরকে রাখার চেষ্টা করেন তিনি। এই গল্পে কলকাতা আলাদা করে একটি চরিত্র হয়ে উঠেছে।
advertisement
7/7
শুধু তা-ই নয়, ধর্মতলা বা নোনাপুকুরের মতো ব্যস্ত রাস্তায় ট্রামে শ্যুট করতে গিয়ে বারবার বাধাপ্রাপ্ত হতে হয়েছে মুম্বইয়ের 'দাদা'কে, কিন্তু তাও খুব সুন্দর করে শ্যুট চালিয়ে গিয়েছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
শহরে যানজটে বারবার বাধা পেল অনুরাগের শ্যুট, তাও থামেনি ট্রাম, বন্ধ হয়নি ক্যামেরা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল