TRENDING:

Anupam Roy Wedding: চমকে দেওয়া খবর! তৃতীয়বার বিয়ে করছেন অনুপম, পাত্রীর আসল পরিচয় জানেন? চিনে নিন হবু স্ত্রী-কে

Last Updated:
Anupam Roy Wedding: প্রকাশ্যে এল চমকে দেওয়া খবর৷ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়৷ পাত্রী টলিপাড়ার খুবই পরিচিত৷ তাকে নিয়ে চলছিল দীর্ঘদিনের জল্পনা৷ এবার জল্পনা সত্যি করেই ছাদনাতলায় গায়ক৷
advertisement
1/6
চমকে দেওয়া খবর! তৃতীয়বার বিয়ে করছেন অনুপম, পাত্রীর আসল পরিচয়  জানেন?
টলিপাড়ায় বিয়ের মরশুম৷ সদ্য বিবাহিত কাঞ্চন-শ্রীময়ী বিয়ে নিয়ে তোলপাড় গোটা ইন্ডাস্ট্রি৷ এর মধ্যে প্রকাশ্যে এল চমকে দেওয়া খবর৷ তৃতীয়বার বিয়ের পিঁড়িতে বসছেন অনুপম রায়৷
advertisement
2/6
দ্বিতীয় বিয়ে ভাঙার মাত্র তিন মাসের মধ্যেই তিনি সুখবর দিলেন৷ গত নভেম্বরে তাঁর ঘর ভেঙেছে৷ প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তী এখন পরমব্রত স্ত্রী৷ সেই বিয়ে ভাঙার শোক ভুলেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন অনুপম৷
advertisement
3/6
বিয়েটা কবে করছেন অনুপম? পাত্রী কে? সেই সমস্ত জল্পনা জিঁইয়ে না রেখে সবটা খোলসা করেছেন গায়কা৷ পাত্রী টলিপাড়ার খুবই পরিচিত৷ তাকে নিয়ে চলছিল দীর্ঘদিনের জল্পনা৷ এবার জল্পনা সত্যি করেই ছাদনাতলায় গায়ক৷
advertisement
4/6
পেশায় সঙ্গীতশিল্পী প্রশ্মিতা পালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন অনুপম রায়৷ জানা যাচ্ছে, আগামী ২ মার্চ বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা৷ আপাতত তাঁদের বিয়ে নিয়ে জল্পনা তুঙ্গে৷
advertisement
5/6
গানের জগতের মানুষের সঙ্গে ফের হয়েছে মন দেওয়া-নেওয়া৷ প্রেম কিংবা বিয়ে, কোনওটাতেই আস্থা হারাননি গায়ক৷ বরং ভালবাসার টানেই তৃতীয়বার বিয়ে করতে চলেছেন অনুপম৷
advertisement
6/6
প্রশ্মিতা গায়িকা হিসেবে ভীষণই সুপরিচিত৷ পরিচালক রাজ চক্রবর্তীর 'বোঝে না সে বোঝে না' ছবিতে গান গেয়ে শিরোনামে উঠে এসেছিলেন প্রশ্মিতা। তারপর 'দেখতে বউ বউ' (শুধু তোমারই জন্য), 'হতে পারে না' (বলো দুগ্গা মাইকি)-র মতো হিট গান গেয়ে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। এমনকি অনুপম রায়ের সুরেও 'তোমায় নিয়ে গল্প হোক' (হাইওয়ে)-র মতো গান গেয়েছেন গায়কের হবু স্ত্রী।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anupam Roy Wedding: চমকে দেওয়া খবর! তৃতীয়বার বিয়ে করছেন অনুপম, পাত্রীর আসল পরিচয় জানেন? চিনে নিন হবু স্ত্রী-কে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল