TRENDING:

Anupam Kher-Kirron Kher Love Story: বন্ধুর স্ত্রী কিরণের সঙ্গে লুকিয়ে প্রেম! শান্ত অনুপম খেরের লাভ লাইফ বেশ রোমাঞ্চকর সিনেমার মতো

Last Updated:
Bollywood Love Story: কীভাবে কিরণ এবং অনুপমের প্রেম হল? কবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলেন? শুভঙ্কর মিশ্রকে দেওয়া সাক্ষাৎকারে এই সব বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অনুপম।
advertisement
1/7
বন্ধুর স্ত্রীর সঙ্গে লুকিয়ে প্রেম! শান্ত অনুপমের লাভ লাইফ যেন রোমাঞ্চকর সিনেমা!
অনুপম খের এবং কিরণ খের। বলিউডের চর্চিত দম্পতি। প্রায় ৪০ বছরের দাম্পত্য জীবন। জনসমক্ষে সবসময়ই একে অপরের পাশে দাঁড়ান। প্রকৃত দম্পতির মতোই। চণ্ডীগড়ের কলেজে বন্ধুত্বের শুরু। মাঝে ছাড়াছাড়ি। মুম্বইয়ে ফের দেখা। সেখানেই প্রেম। এবং তারপর বিয়ে। এই গোটা যাত্রাপথ রূপকথার চেয়ে কম নয় মোটেই।
advertisement
2/7
কীভাবে কিরণ এবং অনুপমের প্রেম হল? কবে তাঁরা বিয়ের সিদ্ধান্ত নিলেন। শুভঙ্কর মিশ্রকে দেওয়া সাক্ষাৎকারে এই সব বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অনুপম। জানিয়েছেন তখন কিরণ বিবাহিত। অনুপম বলিউডে পায়ের তলায় মাটি খুঁজছেন।
advertisement
3/7
অভিনেতা বলছেন, “কিরণে তখন বিবাহিত। আমি অবিবাহিত। প্রায় ১২ বছরের বন্ধুত্ব। কলেজে কিরণ আমার সিনিয়র ছিলেন। ক্লাসে ফার্স্ট হতেন। দূর্দান্ত অভিনেত্রী। সঙ্গে জাতীয় স্তরের ব্যাডমিন্টন খেলোয়াড়। এরপর একসময় আমি মুম্বই চলে আসি। কিরণও বিয়ের পর স্বামী গৌতম বেরির সঙ্গে মুম্বইতে ঘাঁটি গাড়েন। তখন বলিউডে স্ট্রাগল করছি। আমি আর সতীশ কৌশিক প্রায়ই কিরণ আর গৌতমের বাড়িতে ডিনারে যেতাম। আসার সময় তাঁরা ৫০ টাকা ট্যাক্সি ভাড়া দিতেন। আর আমরা টাকা বাঁচাতে বাসে ফিরতাম।”
advertisement
4/7
বন্ধুত্ব থেকে প্রেমের এই যাত্রাপথ দু’জনের জন্যই সহজ ছিল না মোটেই। এ কথা স্বীকার করে নিয়েছেন অনুপম নিজেই। তাঁর কথায়, “কিরণ তখন দাম্পত্য জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল। আমারও একই অবস্থা। যে মেয়েটির সঙ্গে সম্পর্ক ছিল, তিনি ছেড়ে চলে যান। দুজনের জন্যই তখন কঠিন সময়।”
advertisement
5/7
সেই কঠিন সময়েই একে অন্যের কাছাকাছি আসেন কিরণ এবং অনুপম। পুরনো বন্ধুত্ব থেকে প্রেম দানা বাঁধতে সময় লাগেনি, অনুপম বলছেন, “সেই সময়ই কিরণ আর আমি প্রেমি পড়ি। তারপর বিয়ে।”
advertisement
6/7
কিরণের ব্যক্তিত্বের কোন গুণ সবচেয়ে বেশি টানে অনুপমকে? এই প্রশ্নের উত্তরে অকপটে অনুপম বলেন, “কিরণ সৎ। তিনি বিন্দাস, সৎ, সুন্দর, যত্নশীল এবং শক্তিশালী চরিত্রের মানুষ। আমরা ভাল বন্ধু ছিলাম। তারপর বন্ধুত্ব ধীরে ধীরে প্রেমে পরিণত হয়। তারপর বিয়ে।”
advertisement
7/7
প্রসঙ্গত, প্রথম জীবনে ব্যবসায়ী গৌতম বেরিকে বিয়ে করেছিলেন কিরণ। তাঁদের এক সন্তান, সিকান্দার। তবে বিয়ে বেশিদিন টেঁকেনি। বিবাহবিচ্ছেদ হয়ে যায়। কিরণ যখন অনুপমকে বিয়ে করেন তখন সিকান্দারের বয়স ৪ বছর। সেটা ১৯৮৫ সাল। তবে দু’জনেরই এটা দ্বিতীয় বিয়ে। বিয়ের পর কিরণের ছেলে সিকান্দারকে দত্তক নেন অনুপম।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Anupam Kher-Kirron Kher Love Story: বন্ধুর স্ত্রী কিরণের সঙ্গে লুকিয়ে প্রেম! শান্ত অনুপম খেরের লাভ লাইফ বেশ রোমাঞ্চকর সিনেমার মতো
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল