TRENDING:

অনুপম খেরের প্রথম স্ত্রী-ও এক জন দুর্দান্ত অভিনেত্রী! দেখা গিয়েছে ব্রহ্মাস্ত্র-য়! জানেন কি তাঁর পরিচয়?

Last Updated:
Anupam Kher's first wife Madhumalti Kapoor: বলশালী এবং সাবলীল অভিনয় দক্ষতার জোরে রুপোলি জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অনুপম খের। অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে তাঁর জুটিও ভক্তদের বেজায় পছন্দ। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, কিরণ খের তাঁর দ্বিতীয় স্ত্রী! আজ অনুপম খেরের জীবনের সেই অজানা গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
1/6
অনুপম খেরের প্রথম স্ত্রী-ও এক জন দুর্দান্ত অভিনেত্রী, জানেন কি তাঁর পরিচয় ?
বলশালী এবং সাবলীল অভিনয় দক্ষতার জোরে রুপোলি জগতে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন অনুপম খের। অভিনেত্রী কিরণ খেরের সঙ্গে তাঁর জুটিও ভক্তদের বেজায় পছন্দ। কিন্তু অনেকেই হয়তো জানেন না যে, কিরণ খের তাঁর দ্বিতীয় স্ত্রী! আজ অনুপম খেরের জীবনের সেই অজানা গল্পই শুনে নেওয়া যাক।
advertisement
2/6
কিরণের আগে অভিনেতা গাঁটছড়া বেঁধেছিলেন প্রেমিকা মধুমালতী কাপুরের সঙ্গে। সেই কলেজ জীবন থেকে তাঁদের প্রেম। এমনকী সেই প্রেম গড়ায় বিয়ে পর্যন্ত। অথচ এই গভীর প্রেমেও এক সময় ভাটা পড়ে। তবে কী কারণে অনুপম-মধুমালতীর বিচ্ছেদ হয়েছিল, তা অজানাই থেকে যায়।
advertisement
3/6
আসলে দু’জনেই পড়তেন ন্যাশনাল স্কুল অফ ড্রামা (এনএসডি)-য়। সেখান থেকেই তৈরি হয় তাঁদের প্রেমের সম্পর্ক। এনএসডি থেকে পাশ করে বেরিয়ে তাঁরা দু’জনেই বিয়ের জন্য নিজেদের পরিবারের সদস্যদের রাজি করিয়েছিলেন। এর পর ১৯৭৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাঁরা। কিন্তু বিয়ের কয়েক বছরের মধ্যেই দু’জনের পথ আলাদা হয়ে যায়। তবে কারওরই জীবন থেমে থাকেনি। আপন ছন্দে এগিয়েছেন দু’জনই।
advertisement
4/6
১৯৮৫ সালে অভিনেত্রী কিরণকে বিয়ে করেন অনুপম খের। কিরণ খেরের প্রথম পক্ষের সন্তান সিকন্দর খের নিজেও একজন গুণী অভিনেতা। ভরপুর পরিবার এবং কাজ নিয়ে এখন বেশ সুখেই সংসার করছেন খের-দম্পতি। (Photo: Anupam Kher/Instagram)
advertisement
5/6
প্রসঙ্গত, মধুমালতী কাপুরও এক জন প্রতিভাবান অভিনেত্রী। বহু ছবিতেই অভিনয় করেছেন তিনি। ‘সোনু কি টিটু কি সুইটি’, ‘গদর: এক প্রেম কথা’-র মতো ছবিতে অভিনয় করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। তাঁকে শেষ বার দেখা গিয়েছে অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘ব্রহ্মাস্ত্র: পার্ট ওয়ান’-এ। এখানেই শেষ নয়, বলিউডের বেশ কিছু প্রজেক্ট রয়েছে তাঁর হাতে। বলা যায়, বলিউডি ছবির দুনিয়ায় বেশ সক্রিয়ই মধুমালতী কাপুর।
advertisement
6/6
তবে অনুপর খেরের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর চিত্র পরিচালক এবং লেখক রঞ্জিত কাপুরের সঙ্গে ফের বিয়ের পিঁড়িতে বসেছিলেন মধুমালতী। কিন্তু সেই সম্পর্কও বেশি দিন টেকেনি। বিয়ের কয়েক দিন পরেই রঞ্জিত কাপুরের সঙ্গেও বিচ্ছেদের পথেই হেঁটেছিলেন অভিনেত্রী। বর্তমানে কাজ নিয়েই জীবন কাটাচ্ছেন তিনি।
বাংলা খবর/ছবি/বিনোদন/
অনুপম খেরের প্রথম স্ত্রী-ও এক জন দুর্দান্ত অভিনেত্রী! দেখা গিয়েছে ব্রহ্মাস্ত্র-য়! জানেন কি তাঁর পরিচয়?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল