Anshula Kapoor : দ্রুত ওজন কমিয়ে ছিপছিপে চেহারায় অর্জুনের বোন! কী ভাবে রোগা হলেন অংশুলা
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
Anshula Kapoor: অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। কিন্তু হঠাৎই সবাইকে অবাক করে দিলেন। এমনকি অভিনেত্রী ক্যাটরিনা কাইফও তাঁকে দেখে মুগ্ধ।
advertisement
1/10

অর্জুন কাপুরের বোন অংশুলা কাপুর। কিন্তু হঠাৎই সবাইকে অবাক করে দিলেন। এমনকি অভিনেত্রী ক্যাটরিনা কাইফও তাঁকে দেখে মুগ্ধ।
advertisement
2/10
সাধারণ রুপোলি দুনিয়ার আলো থেকে দূরেই থাকেন অংশুলা। কিন্তু এবার তিনি স্পটলাইটে।
advertisement
3/10
অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন অংশুলা। এক সময়ে বেশ পৃথুলা ছিলেন তিনি। কিন্তু তাঁর ওজন কমানোর যাত্রা দেখে অবাক ক্যাটরিনাও।
advertisement
4/10
অংশুলার বর্তমানের ইনস্টাগ্রাম ছবিতে চোখ রাখলে তাই অবাক হতে হয়। একবারে অনেকটা ওজন কমিয়ে ফেলেছেন তিনি।
advertisement
5/10
অফ শোল্ডার পোশাকেও ধরা দিচ্ছেন অর্জুনের বোন। সবাই দেখে অবাক।
advertisement
6/10
এক সময়ে ওজন বেশি ছিল বলে বাদ দিতে হতো বহু পোশাক। কিন্তু এখন তিনি সব রকমের পোশাকে সাবলীল।
advertisement
7/10
ফ্লোরাল ফ্রকে স্নিগ্ধ সাজে অংশুলা। সবাই কৌতুহলী, কী ভাবে ওজন কমালেন তিনি।
advertisement
8/10
লং স্কার্টের সঙ্গে ব্লেজার। সঙ্গে কালো বুট। সব মিলিয়ে ফ্যাশনিস্তা অংশুলা।
advertisement
9/10
ছোট পোশাকে অংশুলার টোনড পদযুগলও স্পষ্ট। মেদের কোনও দেখাই নেই।
advertisement
10/10
নিঃসন্দেহে অংশুলা অনেককেই অনুপ্রেরণা জাগিয়েছেন। এবার দেখার পালা, তাঁকে কি রুপোলি দুনিয়ায় অভিনয় করতেও দেখা যাবে?