TRENDING:

Subhashree-Yaalini: বড় সুখবর দিলেন শুভশ্রী! ৪ দিনের রাজ-কন্যা এবার 'হিরোইন', পেল সিনেমার অফার, কে দিল জানেন?

Last Updated:
Subhashree-Yaalini: রাজ-কন্যার বয়স মাত্র ৪ দিন৷ আর এর মধ্যেই তারকা খ্যাতি পেয়েছে ইয়ালিনি৷ তবে মাত্র ৪ দিন বয়সে কার হিরোইন হল শুভশ্রীর ছোট্ট কন্যা, সেই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন মাম্মা৷
advertisement
1/6
সুখবর দিলেন শুভশ্রী! ৪ দিনের রাজ-কন্যা এবার 'হিরোইন', পেল সিনেমার অফার, কে দিল?
৩০ নভেম্বর দ্বিতীয়বার মা হয়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়৷ প্রতি মুহূর্তেই খবরের শিরোনামে রয়েছেন টলি নায়িকা৷ ৩০ নভেম্বর লক্ষ্মীবারে লক্ষ্মী এসেছে রাজের ঘরে৷
advertisement
2/6
রাজ ও শুভশ্রীর একরত্তি কন্যাকে দেখার জন্য মুখিয়ে রয়েছে সমস্ত ভক্তরা৷ তবে মেয়ের মুখ এখনই দেখাতে নারাজ তারকা জুটি৷ দাদা ইউভানের মতোই জন্মের পরই হিরোইন তকমা পেয়ে গিয়েছে একরত্তি ইয়ালিনি চক্রবর্তী৷
advertisement
3/6
রাজ-কন্যার বয়স মাত্র ৪ দিন৷ আর এর মধ্যেই তারকা খ্যাতি পেয়েছে ইয়ালিনি৷ তবে মাত্র ৪ দিন বয়সে কার হিরোইন হল শুভশ্রীর ছোট্ট কন্যা, সেই সুখবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানালেন মাম্মা৷ যা দেখে তাজ্জব হয়েছেন অনুরাগীরা৷
advertisement
4/6
সম্প্রতি টলি অভিনেতা তথা শুভশ্রীর খুব কাছের বন্ধু অঙ্কুশহাজরা একটা প্রশ্ন উত্তর রাউন্ড করেছিলেন৷ সেখানেই একজন বলেছিলেন, শুভশ্রীর ছোট্ট রাজকুমারী ইয়ালিনিকে নিয়ে একটা লাইন বলো৷ তার জবাবে অভিনেতা লেখেন, আমার ভবিষ্যতের হিরোইন৷ হ্যাশটাগে লেখেন- 'YALKUSH'৷
advertisement
5/6
জন্মের এই কয়েকদিনের মধ্যেই সিনেমার অফারও পেয়ে গেলেন রাজ কন্যা৷ তাও আবার নায়িকার রোলে৷ এই পোস্ট নিমেষে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
advertisement
6/6
জুন মাসে দ্বিতীয়বার অন্তঃসত্ত্বার খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন শুভশ্রী। প্রথম থেকেই ছেলের পর একটা মেয়ের শখ ছিল অভিনেত্রীর। ভগবান সেই স্বপ্ন পূরণ করেছে নায়িকার৷ আপাতত ছেলে ইউভান ও মেয়ে ইয়ালিনি ও স্বামী রাজকে নিয়ে সুখের সংসার শুভশ্রীর৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Subhashree-Yaalini: বড় সুখবর দিলেন শুভশ্রী! ৪ দিনের রাজ-কন্যা এবার 'হিরোইন', পেল সিনেমার অফার, কে দিল জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল