ঢলা জামার আড়ালে পেট লুকিয়ে রাখতেন অনিতা ! কাউকে জানাতে চাননি তিনি গর্ভবতী !
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
অনিতা কাউকেই জানাতে চাননি তিনি গর্ভবতী।
advertisement
1/5

অনিতা হসনন্দানি। বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বিশেষ করে ছোট পর্দায় অনিতা থাকা মানেই সিরিয়াল হিট। বেশিরাভাগ সময় নেগেটিভ চরিত্রে দেখা যায় তাঁকে। photo source Instagram
advertisement
2/5
কয়েকদিন আগেই অনিতা ও তাঁর স্বামী রোহিত রেড্ডি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে জানিয়েছেন খুশির খবর। photo source Instagram
advertisement
3/5
৩৯ বছর বয়সে মা হতে চলেছেন অনিতা। প্রেগনেন্সি পিরিয়ডের ছবিও পোস্ট করেছেন তিনি।
advertisement
4/5
তবে অনিতা জানিয়েছেন এতদিন খুব বুদ্ধি করে মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার কাছে এই খবর লুকিয়ে রেখেছিলেন। অনিতা কাউকেই জানাতে চাননি তিনি গর্ভবতী। photo source Instagram
advertisement
5/5
আর সে জন্য যখনই বাইরে বেরিয়েছেন ঢলা পোশাক, কাফতান, ঢলা শার্ট পরেছেন। কখনও হাতে ফুলের বুকে নিয়ে পেট ঢেকে রেখেছেন। এখন যখন সন্তানের জন্ম হতে আর বেশি দেরি নেই। তখনই সবাইকে জানিয়েছেন এই খবর। অনিতা জানিয়েছেন, তিনি গর্ভবতী সেটা আগেই কাউকে জানাতে চাননি। photo source Instagram