Anchal Singh Viral: বিজ্ঞাপনের মুখ থেকে নায়িকা, চেনেন যাঁর 'কালি কালি আঁখে' সর্বনাশ করছে?
- Published by:Raima Chakraborty
Last Updated:
বিজ্ঞাপন দুনিয়া থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ আঁচলের। চণ্ডীগড়ে জন্মেছেন আঁচল (Anchal Singh Viral)।
advertisement
1/10

সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে তাহির রাজ ভাসিনের নতুন ওয়েব সিরিজ 'ইয়ে কালি কালি আঁখে' (Anchal Singh Viral)। সেখানে নেগেটিভ চরিত্রের নায়িকা হিসেবে দেখা গিয়েছে আঁচল সিংকে, সিরিজে যাঁর নাম পূর্বা (Anchal Singh Viral)। সোশ্যাল মিডিয়ায় এখন আঁচলের ছবি ভাইরাল, কারণ তিনি অভিনয়ে জাদু চালিয়েছেন দর্শকের মনে।
advertisement
2/10
বিজ্ঞাপন দুনিয়া থেকে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ আঁচলের। চণ্ডীগড়ে জন্মেছেন আঁচল (Anchal Singh Viral)।
advertisement
3/10
সেখানেই বেড়ে ওঠা, অধ্যাপক মা ও আইএএফ অফিসার বাবার সঙ্গে।
advertisement
4/10
তাঁর দুই ভাইবোন। আঁচলের এক দাদা আছেন।
advertisement
5/10
এয়ারফোর্স গোল্ডেন জুবিলি থেকে স্কুল ও দিল্লি কলেজ অফ আর্টস অ্যান্ড কমার্স থেকে পড়াশোনা করেছেন আঁচল।
advertisement
6/10
দেনা ব্যাঙ্কের বিজ্ঞাপনে প্রথম কাজ করেছিলেন আঁচল।
advertisement
7/10
এর পর প্রায় ৩০০ বিজ্ঞাপন ও প্রিন্ট ক্যাম্পেনে কাজ করেছেন তিনি।
advertisement
8/10
শ্রীলঙ্কার সবচেয়ে লাভজনক ছবি 'শ্রী সিদ্ধার্থ গৌতম' ছবিতে প্রথম অভিনয় করেছিলেন আঁচল সিং।
advertisement
9/10
পঞ্জাবি ও তামিল ছবিতেও কাজ করেছেন আঁচল।
advertisement
10/10
সম্প্রতি বলিউডের দুই উল্লেখযোগ্য অভিনেতা তাহির রাজ ভাসিন ও শ্বেতা ত্রিপাঠির সঙ্গে 'ইয়ে কালি কালি আঁখে' সিরিজে নজর কেড়েছেন তিনি।