Amitabh on Abhishek: সম্পত্তি থেকে বাদ! ‘আমার ছেলে আমার উত্তরাধিকারী নয়,’ সোশ্যাল মিডিয়ায় বচ্চনের পোস্ট ঘিরে ধাঁধা
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
একাধিক সময়ে অমিতাভ প্রায় সর্বসমক্ষেই জানিয়েছেন, মেয়ে শ্বেতা তাঁর ঠিক কতটা কাছের৷ এবার অমিতাভের ‘উত্তরসূরী’ সংক্রান্ত একটি পোস্ট ঘিরে ফ্যানেরা দ্বিধাগ্রস্ত৷ তবে কি অভিষেক নন, শ্বেতাকেই নিজের ‘উত্তরাধিকারী’ ভাবেন অমিতাভ?
advertisement
1/7

গত কয়েক মাস ধরেই অভিষেক আর ঐশ্বর্য্যর বৈবাহিক জীবন নিয়ে একাধিক জল্পনা কল্পনা চলছে৷ তার মধ্যেও অবশ্য এক আধবার ক্যামেরার সামনে মেয়ের সঙ্গে একসঙ্গে দেখা গিয়েছে তাদের৷ তবে অভিষেক বচ্চনের মা জয়া বচ্চন আর দিদি শ্বেতা নন্দার সঙ্গে যে ঐশ্বর্যার সম্পর্কটা ভাল না, এ বোধহয় সর্বজন বিদিত৷
advertisement
2/7
ঐশ্বর্যার সঙ্গে সম্পর্ক খারাপ হলেও অভিষেককে কিন্তু সব সময়েই তাঁর পরিবারের সঙ্গেই দেখা যায়৷ কিন্তু, এবার কি সেই সমীকরণ বদলেছে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিতাভ বচ্চনের একটি পোস্ট সেই সন্দেহই উস্কে দিয়েছে৷
advertisement
3/7
একাধিক সময়ে অমিতাভ প্রায় সর্বসমক্ষেই জানিয়েছেন, মেয়ে শ্বেতা তাঁর ঠিক কতটা কাছের৷ এবার অমিতাভের ‘উত্তরসূরী’ সংক্রান্ত একটি পোস্ট ঘিরে ফ্যানেরা দ্বিধাগ্রস্ত৷ তবে কি অভিষেক নন, শ্বেতাকেই নিজের ‘উত্তরাধিকারী’ ভাবেন অমিতাভ?
advertisement
4/7
সাবেক ট্যুইটার, বর্তমানে এক্স হ্যান্ডেলে বেশ সক্রিয় অমিতাভ বচ্চন৷ সম্প্রতি সেখানেই একটি পোস্ট করেছেন তিনি৷ লিখেছেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও, আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে।’
advertisement
5/7
এখানেই শেষ নয়৷ অমিতাভ জানিয়েছেন এই কথাটি তাঁর বাবা সবসময় বলতেন৷ গোটা বিষয়টি ঠিক বুঝে উঠতে পারেনি নেটিজেনদের অনেকেই৷
advertisement
6/7
হঠাৎ এমন হেঁয়ালিপূর্ণ পোস্ট করলেন কেন অমিতাভ? কেউ লিখেছেন ‘‘আপনি কি দয়া করে এটি ব্যাখ্যা করতে পারেন?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আমি দৃঢ় ভাবে বিশ্বাস করি যে অভিষেকের যদি ‘বচ্চন’ ট্যাগ না থাকত, তা হলে সে তার চেয়ে অনেক বেশি সফল হত।’’ অনেকে ভেবেছেন, তবে কি নিজের সম্পত্তি থেকে অভিষেককে বাদ দিচ্ছেন অমিতাভ?
advertisement
7/7
না মোটেই তা নয়৷ নিজের পোস্টের শেষেই অমিতাভ লিখেছেন, ‘অভিষেক সেই কথা পূরণ করছে’৷ অর্থাৎ, তিনি লিখেছেন, ‘আমার ছেলে, ছেলে হওয়া সত্ত্বেও, আমার উত্তরসূরি হবে না। যে আমার উত্তরসূরি হবে সে আমার পুত্র হবে। আমার বাবা এই কথাই বলতেন। আর অভিষেক সেই কথা পূরণ করছে।’