TRENDING:

Amitabh-Aishwarya: তখনও ছেলের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়নি! নিজের 'ইমোশন' চেপে রাখতে পারননি ৮২-র অমিতাভ! বচ্চন পরিবারের খবর 'লিক'

Last Updated:
ছেলের সঙ্গে বিয়ের আগে অর্থাৎ ঘরের বৌমা হওয়ার আগে ঐশ্বর্যের সঙ্গে শুটিং সেটে যা হয়েছিল, নিজেই সকথা জানান অমিতাভ বচ্চন৷ এবার একেবারে ঘরের খবর বাইরে৷ ছেলে-বৌমার বিবাহ বিচ্ছেদের ঘটনার মধ্যেই ফাটল বোমা!
advertisement
1/6
তখনও ছেলের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়নি!নিজের 'ইমোশন' চেপে রাখতে পারননি অমিতাভ!খবর 'লিক'
বিয়ের আগে থেকেই বচ্চন পরিবারের সঙ্গে মাখোমাখো সম্পর্ক ঐশ্বর্য৷ শ্বশুর অমিতাভ বচ্চন তাঁকে খুবই পছন্দ করতেন৷ একে ঐশ্বর্য অপরূপা সুন্দরী এবং একই সঙ্গে গুণী নায়িকা৷ ফলে বচ্চন পরিবার তাঁর কদর করত খুবই৷
advertisement
2/6
ছেলের সঙ্গে বিয়ের আগে অর্থাৎ ঘরের বৌমা হওয়ার আগে ঐশ্বর্যের সঙ্গে শুটিং সেটে যা হয়েছিল, নিজেই সকথা জানান অমিতাভ বচ্চন৷ এবার একেবারে ঘরের খবর বাইরে৷ ছেলে-বৌমার বিবাহ বিচ্ছেদের ঘটনার মধ্যেই ফাটল বোমা!
advertisement
3/6
ঐশ্বর্য রাই নায়িকা, একই সঙ্গে বচ্চন গৃহবধূ৷ বিবাহিত জীবনের জন্য তিনি আলোচনার শীর্ষে থাকেন৷ অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর সম্পর্ক এবং বিবাহবিচ্ছেদের গুজব এখনও চলছে। এই দম্পতি প্রায়শই একসঙ্গে জনসাধারণের অনুষ্ঠানে যোগ দেন, তবুও লোকেরা তাদের বিয়ে ভাঙা নিয়ে জল্পনা এবং উদ্বেগ প্রকাশ করতে থাকে। ফলে বচ্চন পরিবারের সঙ্গে ঐশ্বর্য রাইয়ের সম্পর্কের তিক্ততার গুজবও খুবই প্রচলিত। এরই মধ্যে শ্বশুর অমিতাভ বচ্চন একবার অভিষেক এবং ঐশ্বর্যের সঙ্গে জনপ্রিয় গান 'কাজরা রে'-এর শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন।
advertisement
4/6
'কৌন বনেগা ক্রোড়পতি ১৫'-এর একটি পর্বে প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতার সময় অমিতাভ বচ্চন 'কাজরা রে'-এর শুটিংয়ের ঘটনা বর্ণনা করেছিলেন। বিগ বি-র সঙ্গে কথা বলার সময় প্রতিযোগী যখন মির্জা গালিবের কথা উল্লেখ করেন, তখন তার 'কাজরা রে' গানটির কথা মনে পড়ে যায়।
advertisement
5/6
গানটিতে ছেলে এবং পুত্রবধূর সঙ্গে তাঁর কাস্টিং সম্পর্কে তিনি একটি আকর্ষণীয় গল্প বর্ণনা করেছেন। তিনি বলেন, 'আমরা তিনজন ছিলাম এতে।' তখন ঐশ্বর্য আমার পুত্রবধূ ছিলেন না, এখন তিনি আমাদের পুত্রবধূ হয়ে গেছেন। গানটিতে পুত্রবধূ, অভিষেক এবং আমি ছিলাম। সেই গানে বল্লিমারনের উল্লেখ ছিল। এরপর মেগাস্টার প্রযোজনা দলকে গানটি বাজানোর জন্য বলেন।
advertisement
6/6
২০০৫ সালের 'বান্টি অর বাবলি' সিনেমার বিখ্যাত গানটি হল - কাজরা রে। ছবিটি পরিচালনা করেছিলেন সাদ আলী। ছবিতে মুখ্য ভূমিকায় অভিষেক বচ্চন এবং রানি মুখোপাধ্যায় অভিনয় করেছিলেন। অভিষেক ২০ এপ্রিল ২০০৭ তারিখে বন্ধুবান্ধব এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে ঐশ্বর্য রাইকে বিয়ে করেন। এই দম্পতির জীবনে সেই বিশেষ মুহূর্তটি এসেছিল ১৬ নভেম্বর ২০১১ সালে, যখন তাঁদের মেয়ে আরাধ্য বচ্চনের জন্ম হয়। ঐশ্বর্যকে শেষ দেখা গিয়েছিল 'পোন্নিয়িন সেলভান: পার্ট ২' ছবিতে। অন্যদিকে, অভিষেক বচ্চনের নতুন ছবি 'বি হ্যাপি' ১৪ মার্চ ওটিটিতে মুক্তি পেয়েছে।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh-Aishwarya: তখনও ছেলের সঙ্গে ঐশ্বর্যর বিয়ে হয়নি! নিজের 'ইমোশন' চেপে রাখতে পারননি ৮২-র অমিতাভ! বচ্চন পরিবারের খবর 'লিক'
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল