TRENDING:

Amitabh-Jaya Wedding Menu: ৫১ বছর পর ফাঁস অমিতাভ-জয়ার বিয়ের মেনু...! কী কী রাজকীয় পদ ছিল? জানলে বিশ্বাসই হবে না!

Last Updated:
Amitabh-Jaya Wedding Menu: সম্প্রতি ভাইরাল হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের কার্ড। এবার তাদের বিয়ের মেনু কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জানেন কি তাদের বিয়েতে কে মেনু ঠিক করেছিল এবং মেনু কি ছিল?
advertisement
1/8
৫১ বছর পর ফাঁস অমিতাভ-জয়ার বিয়ের মেনু...! কী কী রাজকীয় পদ ছিল? জানুন
বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চন বলিউডের সবচেয়ে জনপ্রিয় দম্পতিদের মধ্যে একটি। দু'জনের প্রেমের গল্প কারোর কাছে গোপন নয়। ১৯৭৩ সালের ৩ জুন বিয়ে করেন এবং ভাল-মন্দ সময়ে একে অপরের হাত ধরেছিলেন এবং ৫০ বছরের বেশি সময় ধরে চুটিয়ে সংসার করছেন তাঁরা৷
advertisement
2/8
বর্তমানে ৮২ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ অমিতাভ বচ্চন৷ প্রায়শই জয়ার সঙ্গে তাঁর ভাল মুহূর্তগুলি ভক্তদের সঙ্গে শেয়ার করে নেন, তা কৌন বনেগা ক্রোড়পতির মঞ্চ হোক কিংবা তাঁর ব্লগে।
advertisement
3/8
সম্প্রতি ভাইরাল হয়েছিল অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের বিয়ের কার্ড। এবার তাদের বিয়ের মেনু কার্ড ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু জানেন কি তাদের বিয়েতে কে মেনু ঠিক করেছিল এবং মেনু কি ছিল? নিজের বিয়ের মেনুর কথা নিজেই জানিয়েছেন বিগ বি।
advertisement
4/8
সোশ্যাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের বিয়ের ছবি এখন টক অফ দ্য টাউন। এই ছবিগুলি বিগ বি নিজেই শেয়ার করেছেন বা যেগুলি তার সন্তানদের অর্থাৎ কন্যা শ্বেতা বচ্চন নন্দা এবং পুত্র অভিষেক বচ্চন কোনও বিশেষ অনুষ্ঠানে শেয়ার করেছেন। এবার 'শোলে' তারকা নিজেই প্রকাশ করলেন নিজের বিয়ের মেনু।
advertisement
5/8
'কৌন বনেগা ক্রোড়পতি ১৬'-এর সর্বশেষ এপিসোডে, ওড়িশার শ্রাবণী জেনা হট সিটে বসেছিলেন। গেম খেলার সময়, শ্রাবণী অমিতাভ বচ্চনকে তার বিয়ে এবং বাগদত্তা সম্পর্কে বলেছিলেন, তিনি বিগ বিকে তার বিয়ের মেনু সম্পর্কেও জিজ্ঞাসা করেছিলেন। কথোপকথন চলতে থাকে এবং এমনকি প্রতিযোগীরা বিগ বি-র সঙ্গেতাদের বিয়ের মেনু নিয়ে কথা বলতে শুরু করে।
advertisement
6/8
শ্রাবণী অমিতাভকে প্রশ্ন করেন, বিয়ের খাবার সবার মনে থাকে, তাহলে আপনার বিয়ের খাবারের মেন্যু কে ঠিক করেছিল? এ বিষয়ে মেগাস্টার বলেন, 'আমাদের বিয়েতে এমন কিছু হয়নি। একদিন হাঁটতে হাঁটতে ভাবলাম বিয়ে করব। তিনিও রাজি হয়ে বললেন, ঠিক আছে। দু'জনেই বিয়ে করলাম। এরপর বাড়িতে তৈরি খাবার আমাকে খাওয়ানো হয়।
advertisement
7/8
শ্রাবণী আবার জিজ্ঞেস করল, 'স্যার, জয়া ম্যাম কিছু বলেননি?' এ নিয়ে প্রথমে চুপ হয়ে গেলেন অমিতাভ তারপর বললেন, 'হ্যাঁ, ঠিক এমনই ছিল। কোনও ঝক্কি নেই।' জানা গেছে, অমিতাভ ও জয়ার বিয়ের কথা গোপন রাখা হয়েছিল। এতে ঘনিষ্ঠ বন্ধু-বান্ধব ও আত্মীয়-স্বজন জড়িত ছিলেন। মাত্র পাঁচজন অতিথিকে নিয়ে বিয়েতে পৌঁছেছিলেন অমিতাভ।
advertisement
8/8
মাত্র ২৪ ঘণ্টার মধ্যে, ৩ জুন, ১৯৭৩ সালে বিয়ে করেন অমিতাভ ও জয়া বচ্চন৷ এবং সেই দিনেই তাঁরা লন্ডন চলে যায়। ঘনিষ্ঠ বন্ধু এবং পরিবারের উপস্থিতিতে অমিতাভ ও জয়া বিয়ে সারেন। আর এভাবেই তাঁদের লন্ডন ট্রিপ হানিমুন ট্রিপে পরিণত হয়।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amitabh-Jaya Wedding Menu: ৫১ বছর পর ফাঁস অমিতাভ-জয়ার বিয়ের মেনু...! কী কী রাজকীয় পদ ছিল? জানলে বিশ্বাসই হবে না!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল