advertisement
1/8

চলে গেলেন বিগ বির সর্বক্ষণের সঙ্গী৷ অভিনেতার সব কাজ সামলাতেন যেই ব্যক্তি, সেই শীতল জৈনের মৃত্যুতে শোকবিহ্বল অমিতাভ বচ্চন৷ Photo Courtesy: Amitabh Bachchan Blog
advertisement
2/8
বিগ বি লিখলেন যে শীতলের মৃত্যুতে তাঁর কাজের জায়গায় এক গভীর শূন্যতা তৈরি হবে৷ ৪০ বছরের তাদের সম্পর্ক৷ অমিতাভের কথায়, আমার সব কাজের খেয়াল রাখতেন শীতল৷ একেবারে পরিবারের মতো ছিল আমাদের সম্পর্ক৷ আনন্দে-দুঃখে আমার সঙ্গী ছিলেন তিনি৷ Photo Courtesy: Amitabh Bachchan Blog
advertisement
3/8
শনিবার সকালে মৃত্যু হয় শীতল জৈনের৷ বয়সজনিত কারণে মৃত্যু হয় তার৷ ৭৭ বছর হয়েছিল তাঁর৷ অমিতাভ বচ্চনের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন তিনি৷ মুম্বই ফিল্ম ইন্ডাস্ট্রিতে অমিতাভের ম্যানেজার হিসেবে বিশেষভাবে পরিচিতি ছিল শীতল জৈনের৷ Photo Courtesy: Amitabh Bachchan Blog
advertisement
4/8
তাকে শেষশ্রদ্ধা জানাতে হাজির হন অমিতাভ, অভিষেক এবং ঐশ্বর্য৷ Photo Collected
advertisement
5/8
শুধু হাজির হওয়া নয়, বিশেষ বন্ধুর প্রতি শ্রদ্ধা জানাতে শবদেহ বহন করলেন অমিতাভ৷ তাঁকে সঙ্গ দিলেন অভিষেকও৷ Photo Courtesy: Amitabh Bachchan Blog
advertisement
6/8
মুম্বইয়ের ভিলে পার্লের পবন হন্স শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হয় শীতল জৈনের৷ Photo Collected
advertisement
7/8
অমিতাভ বচ্চনের ম্যানেজার ছাড়াও তিনি একটি ছবি প্রযোজনা করেছিলেন৷ ছবিটির নাম বড়ে মিঞা ছোটে মিঞা৷ Photo Collected
advertisement
8/8
ছায়াসঙ্গীর মৃত্যুতে অমিতাভের জীবনে শূন্যতা নেমে এসেছে৷ শীতলের শেষকৃত্যে সেই ছবিই ধরা পড়ল৷ Photo Courtesy: Amitabh Bachchan Blog