Amitabh-Ambarish : অমিতাভের সঙ্গে অভিনয়ে বাংলার অম্বরীশ! শ্যুটিংয়ে জমল আড্ডা! সঙ্গে সুজিত সরকার!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Amitabh-Ambarish : সুজিত সরকারের পরিচালনায় মুম্বইয়ে অমিতাভ বচ্চনের সঙ্গে শ্যুটিংয়ে বাংলার অম্বরীশ ভট্টাচার্য! দেখুন বিশেষ কিছু মুহূর্ত
advertisement
1/5

অমিতাভ বচ্চন। বলিউডের বিগ-বি। বি-টাউনে তাঁর একের পর এক সুপারহিট ছবি। কত গল্প, কত উৎসাহ, কত স্বপ্ন রোজ তৈরি হয় এই মানুষটাকে ঘিরে। জীবনে একবার বিগ-বির সঙ্গে অভিনয় করতে কে না চান! তবে তাঁর জন্য শুধু ভাগ্য নয়, দরকার দারুণ অভিনয় ক্ষমতা। photo source Facebook
advertisement
2/5
তবে বাংলার অভিনেতা অম্বরীশ ভট্টাচার্যর ভাগ্যটা একটু বেশিই ভালো। সেই সঙ্গে তিনি দারুণ অভিনেতা। এবং খুব ভালো গান করেন। ফের একবার তাঁর সুযোগ হল বিগবির সঙ্গে কাজ করার। photo source Facebook
advertisement
3/5
২০১৮ সালে একবার অম্বরীশ কাজ করেছিলেন অমিতাভের সঙ্গে। বিজ্ঞাপন শ্যুটে দেখা গিয়েছিল তাঁদের। photo source Facebook
advertisement
4/5
এবার ফের একবার এক সঙ্গে কাজ করলেন অম্বরীশ ও অমিতাভ বচ্চন। দু'জনে চুটিয়ে আড্ডাও দিলেন। photo source Facebook
advertisement
5/5
এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অম্বরীশ লেখেন, "এক জীবনে আরও একবার Amitabh Bachchan sir এর সাথে অভিনয় করার সৌভাগ্য হলো... আজ মুম্বই এ Shoojit Sircar এর পরিচালনায় সেই শুটিং এর কিছু মুহূর্ত!" photo source Facebook