TRENDING:

Abhishek Bachchan Aishwarya Rai divorce Rumour: ও সব জানে...! হেসে গদগদ হয়ে নিম্রতের কথায় কীসের ইঙ্গিত? অভিষেকের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা

Last Updated:
এবার আসরে নামলেন নিম্রতও৷ দশবী ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে৷ সেখান থেকেই নাকি আলাপ এবং প্রেম৷ সেই প্রেম এতাই গভীর যে ঐশ্বর্যের সঙ্গে ঘরও ভাঙতে পিছপা হচ্ছেন না জুনিয়র বচ্চন?
advertisement
1/7
'ও সব জানে'...! অভিষেকের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নিম্রত কৌর
ঘরের অশান্তি বাইরে৷ অনেকদিন ধরেই চলছে বচ্চন বাড়ির সমস্যা৷ বিয়ে ভাঙতে বসেছে অভিষেকের৷ ঐশ্বর্য এখন মেয়েকে নিয়ে একাই থাকেন৷ এত পর্যন্ত সব চলছিল৷ তার মধ্যেই সামনে এল ভয়ঙ্কর তথ্য৷ অভিষেক নাকি প্রেম করছেন অভিনেত্রী নিম্রত কৌরের সঙ্গে! এতেই সকলের চক্ষু চড়কগাছ৷
advertisement
2/7
মেয়ের জন্মদিনেও অভিষেককে দেখা যায়নি৷ সেই নিয়ে আরও জল্পনা শুরু হয়৷
advertisement
3/7
এবার আসরে নামলেন নিম্রতও৷ দশবী ছবিতে একসঙ্গে কাজ করেছেন দু’জনে৷ সেখান থেকেই নাকি আলাপ এবং প্রেম৷ সেই প্রেম এতাই গভীর যে ঐশ্বর্যের সঙ্গে ঘরও ভাঙতে পিছপা হচ্ছেন না জুনিয়র বচ্চন?
advertisement
4/7
এবার মুখ খুললেন নিম্রত৷ জুনিয়র বচ্চনের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা৷ তিনি বলেন, অভিষেক সব জানে!
advertisement
5/7
কী জানে ছোটে বচ্চন? নিম্রতের কথায় অভিষেক খুব খেতে ভালবাসে৷ ওর সঙ্গে সময় কাটাতে দারুণ মজা হয়৷ কারণ ও খেতে যেমন ভালবাসে তেমন খাওয়াতেও ভালবাসে৷ কোন শহরের কোন রেস্তোরাঁ কীসের জন্য জনপ্রিয় সব তালিকা নাকি রয়েছে অভিষেক বচ্চনের কাছে৷
advertisement
6/7
ফলে অভিষেকের সঙ্গে থাকলে খুব মজায় সময় কাটে বলে জানান নিম্রত৷ তাহলে বোঝা যায় তাঁদের কেমিস্ট্রি স্ক্রিনের বাইরেও খুব মজাদার৷
advertisement
7/7
তবে নিম্রতের সঙ্গে অভিষেকের নাম জড়ানো নিয়ে কোনও মন্তব্য করতে চাননি তিনি৷ কারণ তিনি বলেন কোনও গুঞ্জনে তিনি বিশ্বাস করেন না এবং তাকে গুরুত্ব দিতে চান না৷
বাংলা খবর/ছবি/বিনোদন/
Abhishek Bachchan Aishwarya Rai divorce Rumour: ও সব জানে...! হেসে গদগদ হয়ে নিম্রতের কথায় কীসের ইঙ্গিত? অভিষেকের সঙ্গে কাটানো গোপন সময় নিয়ে সব জানালেন নায়িকা
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল