Ameesha Patel: ৩ কোটির চেক বাউন্স কেস, নীরবতা ভেঙে মুখ খুলে এ কী বললেন আমিশা, তুমুল শোরগোল
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Ameesha Patel: এতদিন পর পুরো ঘটনা নিয়ে মুখ খুললেন আমিশা৷ অভিনেত্রী জানান, এটা সম্পূর্ণ মিথ্যা একটা মামলা, যা ইচ্ছাকৃত ভাবে তাঁর বিরুদ্ধে আনা হয়েছে৷ আসলে সকলের অ্যাটেনশন নেওয়ার জন্যই নাকি প্রযোজক তার নামে এই অভিযোগ এনেছেন৷
advertisement
1/6

আমিশা প্যাটেলকে নিয়ে চর্চা দিনদিন বেড়েই চলেছে৷ ৩ কোটি টাকার চেক বাউন্স এবং প্রতারণার অভিযোগ উঠেছে আমিশার বিরুদ্ধে৷ অভিনেত্রীর বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন অজয় কুমার সিং৷
advertisement
2/6
দিনকয়েক আগেই জালিয়াতি ও চেক বাউন্সের মামলায় আদালতে মুখ ঢেকে গিয়ে আত্মসমর্পণ করেন নায়িকা৷ তারপরই শর্তসাপেক্ষ জামিন মঞ্জুর করেছে আদালত৷
advertisement
3/6
আগামী ২১ জুন মামলা শুনানিতে হাজির থাকতে হবে আমিশাকে৷ তেমনটাই নির্দেশ দিয়েছেন বিচারক৷ আমিশা ও তাঁর বিজনেস পার্টনারের বিরুদ্ধে গত এপ্রিল মাসেই গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাঁচির সিভিল কোর্ট৷
advertisement
4/6
এতদিন পর পুরো ঘটনা নিয়ে মুখ খুললেন আমিশা৷ অভিনেত্রী জানান, এটা সম্পূর্ণ মিথ্যা একটা মামলা, যা ইচ্ছাকৃত ভাবে তাঁর বিরুদ্ধে আনা হয়েছে৷ আসলে সকলের অ্যাটেনশন নেওয়ার জন্যই নাকি প্রযোজক তার নামে এই অভিযোগ এনেছেন৷
advertisement
5/6
আমিশা আরও বলেছেন, এই বিষয় নিয়ে অনেকেই তাকে প্রশ্ন করেছেন তবে প্রকাশ্যে কিছু বলব না৷ আইনের উপর পুরোপুরি আস্থা রয়েছে৷ তবে আমার নীরবতার অন্য কারণ খুঁজে বার করছেন অজয় বাবু ৷ বলতে গেলে নীরবতার সুযোগ নিচ্ছেন তিনি৷ কিন্তু এটা একদমই ঠিক নয়৷
advertisement
6/6
সামনেই মুক্তি পেতে চলেছে আমিশার ছবি 'গদর ২'৷ ছবি নিয়ে দর্শকদের সঙ্গে উত্তেজনা টগবগিয়ে ফুটছে৷ এবার মুক্তির আগে নয়া বিতর্কে জড়ালেন আমিশা৷ আপাতত আইনের উপরেই আস্থা রেখেছেন বলি নায়িকা৷