TRENDING:

Ambarish Bhattacharya: আমার জীবন নারীবর্জিত নয়, স্ত্রী বর্জিত! জীবনের অচেনা অলিগলি ঘোরালেন অম্বরীশ

Last Updated:
Ambarish Bhattacharya: গল্পের অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ই হোক বা বাস্তবের অম্বরীশ, দু'জনের জীবনই এক্কেবারে নারীবর্জিত। নিছক মজার ছলে রিল আর রিয়েলকে এ ভাবে মিলিয়ে দিচ্ছেন অনেকেই। তবে এ হেন সাদৃশ্য মেনে নিতে নারাজ অম্বরীশ।
advertisement
1/5
আমার জীবন নারীবর্জিত নয়, স্ত্রী বর্জিত! জীবনের অচেনা অলিগলি ঘোরালেন অম্বরীশ
জীবনে কোনও কিছু নিয়েই আফসোস নেই তাঁর। যা পেয়েছেন, তা অনেক। চাওয়ার মতো নাকি আর কিছুই নেই। একগাল হাসি নিয়ে নিজের উপলব্ধি উজাড় করলেন অম্বরীশ ভট্টাচার্য। টলিউডের নবতম অজিত। বিরসা দাশগুপ্তের 'ব্যোমকেশ ও দুর্গরহস্য'-এর হাত ধরেই যেন এক নতুন অধ্যায় শুরু তাঁর।
advertisement
2/5
নিউজ18 বাংলাকে অম্বরীশ জানালেন তাঁর অজিত হয়ে ওঠার আখ্যান। এই চরিত্রের জন্য নিজেকে এক প্রকার ভেঙে গড়েছেন তিনি। শৈলেন মুখোপাধ্যায় থেকে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, প্রস্তুতি পর্বেই এ যাবৎ পর্দার সব অজিতের অভিনয় গুলে খেয়েছেন। তবে গল্পের অজিত কুমার বন্দ্যোপাধ্যায়ই হোক বা বাস্তবের অম্বরীশ, দু'জনের জীবনই এক্কেবারে নারীবর্জিত। নিছক মজার ছলে রিল আর রিয়েলকে এ ভাবে মিলিয়ে দিচ্ছেন অনেকেই।
advertisement
3/5
অম্বরীশ বিয়ে করেননি। টলিপাড়ার অলিগলিতে তাঁর প্রেমের গুঞ্জনই বা ওড়ে কোথায়! তবুও এ হেন সাদৃশ্য মেনে নিতে তিনি নারাজ। কিন্তু কেন? সেই উত্তরও নিজেই দিলেন 'পটকা'। মৃদু হেসে বললেন, "আমার জীবন নারীবর্জিত নয়। বলা যায়, আমার জীবন স্ত্রীবর্জিত।"
advertisement
4/5
এটুকু বলেই থেমে থাকলেন না অম্বরীশ থুড়ি অজিত। এ হেন মন্তব্যের ব্যাখ্যা দিলেন গুছিয়ে। বললেন, "নারী বান্ধবী আমার অনেক আছে। তাই আসলে আমি অজিতের মতো নেই। আমি অনেকের থেকে বেশি নারীচরিত্র বুঝি। এবং নারীদের বিষয়ে আমার আগ্রহ আছে।"
advertisement
5/5
আপাতত নতুন ছবির অপেক্ষায় অম্বরীশ। অজিত হিসেবে তাঁকে কতটা গ্রহণ করবে দর্শক? সেই উত্তর অনুসন্ধানের চেষ্টায় অভিনেতা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Ambarish Bhattacharya: আমার জীবন নারীবর্জিত নয়, স্ত্রী বর্জিত! জীবনের অচেনা অলিগলি ঘোরালেন অম্বরীশ
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল