Ambarish Bhattacharya: কেন বিয়ে করলেন না? একা থাকার সিদ্ধান্তই বা কেন? জীবনের অজানা গল্প শোনালেন অম্বরীশ
- Published by:Sanchari Kar
- news18 bangla
Last Updated:
Ambarish Bhattacharya: ছবির সাফল্য বা ব্যর্থতার দায়ভার কিছুটা হলেও এসে পড়ে মুখ্য চরিত্রে থাকা অভিনেতাদের কাঁধে। সেই সব চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে চান অম্বরীশ। ঠিক সে ভাবেই মুক্ত থাকতে চান পর্দার বাইরেও। তাই নাকি বিয়ে করেননি টলিউডের জনপ্রিয় অভিনেতা।
advertisement
1/6

পর্দায় তিনি অবাধ। বাস্তবেও তা-ই। নিজেকে কোনও গণ্ডিতে আটকে রাখা তাঁর কম্ম নয়। তিনি অম্বরীশ ভট্টাচার্য। টলিউডের নতুন অজিত। তাঁর অভিনয় গুণে সব চরিত্রই জীবন্ত হয়ে ওঠে। তবু এত বছরে নামের পাশ থেকে সরেনি 'চরিত্রাভিনেতা'র তকমা। তা নিয়ে যদিও আফসোস নেই অম্বরীশের।
advertisement
2/6
অম্বরীশ মনে করেন, নায়ক হয়ে ওঠা অনেক ঝক্কির কাজ। কারণ ছবির সাফল্য বা ব্যর্থতার দায়ভার কিছুটা হলেও এসে পড়ে মুখ্য চরিত্রে থাকা অভিনেতাদের কাঁধে। সেই সব চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখতে চান তিনি। ঠিক সে ভাবেই মুক্ত থাকতে চান পর্দার বাইরেও। তাই নাকি বিয়ে করেননি টলিউডের জনপ্রিয় অভিনেতা।
advertisement
3/6
খানিক মজার ছলেই নিউজ18 বাংলাকে অম্বরীশ বলেন, "নায়ক হলে অনেক টেনশন থাকে। সেই টেনশনটা আমি নিতে চাই না। সেই কারণেই আমি বিয়ে-টিয়ে করিনি। আমি একদম টেনশন নিতে পারি না।"
advertisement
4/6
তা হলে কি অম্বরীশের জীবন গল্পের অজিত বন্দ্যোপাধ্যায়ের মতোই নারীবর্জিত? মৃদু হেসে তিনি বললেন, "আমার জীবন নারীবর্জিত নয়। বলা যায়, আমার জীবন স্ত্রীবর্জিত।"
advertisement
5/6
অম্বরীশ জানান, প্রেমে তাঁর অগাধ আস্থা থাকলেও বিয়েতে তিনি বিশ্বাসী নন। তাঁর কারণ ব্যাখ্যা করলেন অভিনেতা। তিনি মনে করেন, সময়ের সঙ্গে অনেক কিছুই বদলেছে। বদলেছে নানুষের আবেগ, চিন্তাভাবনার ধরন। তাঁর কথায়, "আমার মনে হয় এই যুগে দাঁড়িয়ে, এমন অস্থির সময়ে দু'জন মানুষের সারা জীবন একসঙ্গে থাকাটা অসম্ভব। কারণ প্রত্যেক দিন আমাদের জীবনে এত প্রলোভন আসছে, এত ধরনের তথ্য আসছে, যে একটা মানুষ মানসিক ভাবে খুব অস্থির হয়ে থাকে। সেই অস্থিরতা নিয়ে বছরের পর বছর একটা মানুষের সঙ্গে থাকা সম্ভব নয়।"
advertisement
6/6
বিয়েতে বিশ্বাস না থাকলেও প্রেমের প্রতি আস্থা অটুট অম্বরীশের। তাঁর কথায়, "নারী বান্ধবী আমার অনেক আছে। তাই আসলে আমি অজিতের মতো নেই। আমি অনেকের থেকে বেশি নারীচরিত্র বুঝি। এবং নারীদের বিষয়ে আমার আগ্রহ আছে।"