Amala Paul Wedding: আবার বিয়ে করলেন অমলা, স্বপ্নের মতো রাজকীয় অনুষ্ঠানের ছবি দিলেন নবদম্পতি, বাগদান সেরেই ঝটপট বিয়ে
- Published by:Teesta Barman
- news18 bangla
Last Updated:
Amala Paul Wedding: ল্যাভেন্ডার রঙে সেজেছেন নবদম্পতি। লহেঙ্গা পরে অমলা, জগতের পরনে শেরওয়ানি। কখনও ফুলের মাঝখান দিয়ে হেঁটে আসছেন যুগল। কখনও আবার হাতে ফুল নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। অপরূপ দেখাচ্ছে দু’জনকেই।
advertisement
1/5

বিয়ে করলেন অমলা পাল। স্বপ্নের মতো রাজকীয় বিয়ের অনুষ্ঠানে চার হাত এক হল যুগলের। সদ্যই বাগদান সেরেছিলেন অমলা এবং তাঁর প্রেমিক জগৎ দেশাই। গোয়ায় গিয়ে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দেন জগৎ। রাজি হয়ে যান অমলা।
advertisement
2/5
তার পরেই সপ্তাহখানেক পরেই তাঁদের বিয়ে হয়ে যায়। সেই ছবি পোস্ট করলেন তারকা দম্পতি। জগৎ লিখলেন, ‘দুই আত্মা, একই গন্তব্য, আমার ঐশ্বরিক নারীত্বের সঙ্গে হাতে হাত রেখে হেঁটে চলা, বাকি জীবনটার জন্য।’
advertisement
3/5
অমলাও কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘সেই ভালবাসাকে উদযাপন করা যা আমাদের এক করেছে... আমার ঐশ্বরিক পৌরুষের সঙ্গে বিয়ে করলাম... আপনার ভালবাসা এবং আশীর্বাদ কামনা করছি।’
advertisement
4/5
ল্যাভেন্ডার রঙে সেজেছেন নবদম্পতি। লহেঙ্গা পরে অমলা, জগতের পরনে শেরওয়ানি। কখনও ফুলের মাঝখান দিয়ে হেঁটে আসছেন যুগল। কখনও আবার হাতে ফুল নিয়ে সিঁড়ি দিয়ে নামছেন। অপরূপ দেখাচ্ছে দু’জনকেই।
advertisement
5/5
এর আগে ২০১৪ সালে প্রথমবার বিয়ে করেন অমলা। পরিচালক বিজয়ের সঙ্গে বিয়ের এক বছরের মধ্যেই বিবাহবিচ্ছেদ হয়ে যায় তাঁদের। বিয়ের পর অভিনয় করতে চেয়েছিলেন অমলা। কিন্তু শোনা যায়, বিজয়ের পরিবার নাকি তাতে রাজি ছিল না, আর তাতেই এই ডিভোর্স।