TRENDING:

Amal Asur Death: মহালয়ায় 'অসুর' রূপে ভয় ধরিয়েছিলেন সকলের মনে, অভিনেতা অমল চৌধুরীর নিথর দেহ পড়ে রইল ঘরে

Last Updated:
পর্দায় যিনি ছিলেন ভয়ঙ্কর অসুর, বাস্তব জীবনে তিনি ছিলেন ভাঙা মন ও ক্লান্ত শরীরের এক নিঃসঙ্গ শিল্পী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা অশোকনগর এলাকায়।
advertisement
1/6
মহালয়ায় 'অসুর' রূপে ভয় ধরিয়েছিলেন সকলের মনে,অভিনেতা অমল চৌধুরীর দেহ পড়ে রইল ঘরে
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: চলে গেলেন 'অমল অসুর', নিভে গেল দূরদর্শনের সোনালী যুগের এক পরিচিত অধ্যায়। মহালয়ার ভোরে যাঁকে অসুর রূপে দেখেই বাঙালির ঘরে ঘরে শুরু হতো দেবী দুর্গার সঙ্গে চিরন্তন লড়াই, সেই জনপ্রিয় অভিনেতা অমল চৌধুরী আর নেই। বাঙালির কাছে তিনি চিরপরিচিত ‘অমল অসুর’ নামেই। তাঁর এমন মৃত্যুতে নিভে গেল বাংলা টেলিভিশনের একটি যুগ।
advertisement
2/6
একসময় পর্দার আলোয় ভরা জীবন ধীরে ধীরে ঢেকে যায় বাস্তবের অন্ধকারে। কাজ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে আর্থিক টানাপড়েন। জীবনের শেষদিকে ছবি আঁকা ও হাতের কাজ করেই কোনওরকমে দিন কাটাতেন তিনি। দীর্ঘদিন ধরে নানা শারীরিক অসুস্থতায় ভুগলেও সেই লড়াই ছিল সম্পূর্ণ নিভৃতে, আড়ালেই।
advertisement
3/6
জীবনের পথে একে একে বাবা-মা, দাদা-দিদিকে হারিয়ে শেষ পর্যন্ত সঙ্গী হয়ে ওঠে একাকিত্ব। অশোকনগরের সংহতি পার্ক এলাকার একটি টিনের চালের ছোট্ট ঘরেই একা বসবাস করতেন অমল চৌধুরী। সেখানেই তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।
advertisement
4/6
খবর পেয়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরূপ দাসের নেতৃত্বে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ঘর থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।
advertisement
5/6
পর্দায় যিনি ছিলেন ভয়ঙ্কর অসুর, বাস্তব জীবনে তিনি ছিলেন ভাঙা মন ও ক্লান্ত শরীরের এক নিঃসঙ্গ শিল্পী। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা অশোকনগর এলাকায়।
advertisement
6/6
স্থানীয় বাসিন্দারা এই করুণ পরিণতিতে গভীর শোক প্রকাশ করেছেন। অমল চৌধুরীর প্রয়াণ ফের একবার প্রশ্ন তুলে দিল, আলো নিভে গেলে শিল্পীদের কি সত্যিই কেউ মনে রাখে!
বাংলা খবর/ছবি/বিনোদন/
Amal Asur Death: মহালয়ায় 'অসুর' রূপে ভয় ধরিয়েছিলেন সকলের মনে, অভিনেতা অমল চৌধুরীর নিথর দেহ পড়ে রইল ঘরে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল