TRENDING:

Allu Arjun Property: ১০০ কোটির বাংলো, ৭ কোটির ভ্যানিটি ভ্যান! 'পুষ্পা'র সত্যিকারের সম্পত্তি কত জানেন?

Last Updated:
তাঁর সত্যিকারের জীবনে সম্পত্তির কথা জানলেও চমকে যাবেন অনেকে (Allu Arjun Property)।
advertisement
1/7
১০০ কোটির বাংলো, ৭ কোটির ভ্যানিটি ভ্যান! 'পুষ্পা'র সত্যিকারের সম্পত্তি কত জানেন?
অসাধারণ নাচ ও অভিনয় দক্ষতায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় তারকা অভিনেতা অল্লু অর্জুন। সম্প্রতি 'পুষ্পা: দ্য রাইজ' ছবি করে গোটা দেশেই নজর কেড়েছেন ভক্তদের। তাঁর সত্যিকারের জীবনে সম্পত্তির কথা জানলেও চমকে যাবেন অনেকে (Allu Arjun Property)। নিজের প্রিয় ও পছন্দের জিনিক কিনতে কোনওদিন কৃপণ হন না অল্লু অর্জুন (Allu Arjun Property)। দেখুন তাঁর সম্পত্তির কয়েকটি নিদর্শন (Allu Arjun Property)।
advertisement
2/7
স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে সংসার তাঁর। স্ত্রী স্নেহা, ছেলের নাম অল্লু আয়ান ও মেয়ের নাম অল্লু আরহা।
advertisement
3/7
কালো রং অভিনেতার খুবই পছন্দের তা তাঁর ভক্তরা জানেন। নিজের নামের ইনিশিয়াল AA দিয়ে লেখা একটি কালো ভ্যানিটি ভ্যান রয়েছে তাঁর নিজের। সূত্রের খবর, ফ্যালকনের এই ভ্যানের দাম ৭ কোটি টাকা।
advertisement
4/7
হায়দরাবাদের জুবিলি হিলসে অল্লু অর্জুনের বাংলো একেবারে সাদা রঙের। নাম ব্লেসিং।
advertisement
5/7
রয়েছে সুইমিং পুল, জিম, হোম থিয়েটার ও খেলার জায়গা। সূত্রের খবর, বাংলোটির দাম ১০০ কোটি টাকা।
advertisement
6/7
গাড়িরও সখ রয়েছে অভিনেতার। ৭৫ লাখের একটি হামার এইচ ২ রয়েছে তাঁর। এছাড়াও বহু বিলাসী গাড়ির মালিক 'পুষ্পা'। লাল মার্সেডিজ ২০০ সিডিআই তার মধ্যে অন্যতম। দাম ৩১ লক্ষ।
advertisement
7/7
রেঞ্জ রোভারের ভোগের এই কালো গাড়িটি বিশেষ ভাবে অল্লু অর্জুনের পছন্দের। নাম রেখেছেন বিস্ট। দাম প্রায় ৩ কোটি টাকা।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Allu Arjun Property: ১০০ কোটির বাংলো, ৭ কোটির ভ্যানিটি ভ্যান! 'পুষ্পা'র সত্যিকারের সম্পত্তি কত জানেন?
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল