বিয়ের পর প্রথম দীপাবলি! ক্লান্তি নিয়েই রণবীরের কাঁধে মাথা রেখে পুজো সারলেন আলিয়া
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Alia Bhatt Ranbir Kapoor Diwali : কাপুররা দীপাবলি উপলক্ষে লক্ষ্মী পূজার জন্য একটি ছোট্ট পারিবারিক উৎসবের আয়োজন করেছিল
advertisement
1/7

যদিও গত কয়েকদিনে দীপাবলি পার্টিতে উপচে পড়েছিল প্রায় গোটা বলিউড। জমকালো আয়োজন ছিল বিভিন্ন দীপাবলি পার্টিতে। তবে কাপুররা দীপাবলি উপলক্ষে লক্ষ্মী পূজার জন্য একটি ছোট্ট পারিবারিক উৎসবের আয়োজন করেছিল।
advertisement
2/7
বিবাহিত দম্পতি হিসেবে এটিই রণবীর ও আলিয়ার প্রথম দীপাবলি। নীতু তাঁর ভক্ত ও অনুগামীদের দিওয়ালিতে শুভেচ্ছা জানাতে রণবীর এবং আলিয়ার সঙ্গে নিজের একটি ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে।
advertisement
3/7
নীতু কাপুরের ছবিতে দেখা গিয়েছে কারিশমা কাপুর, কারিনা কাপুর, সোনি রাজদান, শাহীন ভাট এবং রীমা কাপুরকেও।
advertisement
4/7
আলিয়া ভাট একটি গোলাপী সালোয়ার স্যুট পরেছিলেন। রণবীর কাপুর একটি কালো ঐতিহ্যবাহী পোশাক বেছে নিয়েছিলেন বাড়ির পুজোর জন্য।
advertisement
5/7
রণবীর কাপুর এবং আলিয়া ভাট দিওয়ালির সময় পরিবারের সঙ্গে লক্ষ্মী পূজা করেছিলেন। আরতি করছেন নীতু কাপুর, রণবীর বাজাচ্ছেন ঘণ্টা, আর আলিয়া কাঁধে মাথা এলিয়ে দিয়েছেন রণবীরের।
advertisement
6/7
আলিয়া ভাট ইনস্টাগ্রামে একটি আগের ছবি শেয়ার করে তাঁর ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন এবং লিখেছেন, "আমাকে পুরনো ছবি থেকে দীপাবলির শুভেচ্ছা, কারণ বর্তমান আমি বিছানায় দীপাবলি কাটাচ্ছি ।"
advertisement
7/7
প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। তাঁদের প্রথম সন্তানের প্রত্যাশা করছেন দম্পতি। জুন মাসে এই দম্পতি তাদের গর্ভধারণের খবর ঘোষণা করেন।