Ajay Devgn Crush: 'ও কেন এত সুন্দরী হলো'! স্ত্রী নয়, এই নায়িকার রূপের আগুনে 'জ্বলে' নিজেকে সিগারেটের ছ্যাঁকা দেন অজয়, এই গল্প জানলে চমকে যাবেন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Ajay Devgn Crush: অজয় নিজে মুখেই বলেছেন নায়িকার রূপে 'পাগল' হয়ে গিয়ে নিজেকে পুড়িয়ে ফেলার কথা।
advertisement
1/7

বলিউডের সুন্দরী নায়িকাদের কথা বললে প্রথম সারিতেই নাম আসে তাঁর। এই নায়িকাদের রূপের আগুনে জ্বলে পুড়েছেন অনেক নায়কই। কিন্তু অজয় দেবগণের যে এই পরিস্থিতি হবে তা হয়তো তিনি নিজেও জানতেন না।
advertisement
2/7
সম্প্রতি পুরনো একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে অজয় নিজে মুখেই বলেছেন নায়িকার রূপে 'পাগল' হয়ে গিয়ে নিজেকে পুড়িয়ে ফেলার কথা।
advertisement
3/7
সেই নায়িকা আর কেউ নন, মাধুরী দীক্ষিত। যাঁকে দেখলে আজও পুরুষ হৃদয় 'ধক ধক' করে ওঠে। তেমনই অজয় দেবগণের চোখে ধরা পড়েছিল মাধুরীর অপরূপ সৌন্দর্য।
advertisement
4/7
সম্প্রতি যে পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, সেখানে শোনা গিয়েছে, অজয় বলছেন, 'আমরা একটা ছবির শ্যুটিং করছিলাম। ইয়ে রাস্তা হ্যায় পেয়ার কে। আমি মদ্যপান করছিলাম ও একটা সিগারেট খাচ্ছিলাম।'
advertisement
5/7
অজয় আরও বলেন, 'সবাই সেখানে বসেছিলেন। বাকি কাস্টের কয়েকজনও সেখানে ছিলেন। তখন মাধুরী সেখানে এলেন। এসে সেখানে বসলেন। ওকে অসম্ভব সুন্দর লাগছিল দেখতে। আমার থুতনিতে একটা চিহ্ন রয়েছে। আজও রয়েছে।'
advertisement
6/7
অজয় জানান, 'আমি কথা বলছিলাম অন্য কারও সঙ্গে। আর তাকিয়ে ছিলাম মাধুরীর দিকে। দেখতে দেখতে কখন যে জ্বলন্ত সিগারেটটা থুতনিতে লাগিয়ে দিয়েছি বুঝিনি। ছ্যাঁকা লেগে দাগ হয়ে গিয়েছিল। আজও রয়েছে সেটি। এটা মাধুরীর দেওয়া ক্ষত।'
advertisement
7/7
মাধুরী অজয়ের মুখে একথা শুনে চমকে ওঠেন। হেসে উঠে বলেন, 'কী কাণ্ড, এটা সত্যি?'