Aindrila Sharma Death|| ঘড়িতে ঠিক ১২.৫৯, থামল লড়াই! ২০ দিনের যুদ্ধে হার মানলেন ঐন্দ্রিলা
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Aindrila Sharma Death: দীর্ঘ ২০ দিনের লড়াই থামল। হল না মিরাকেল। রবিবার দুপুর ১২.৫৯-এ প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা।
advertisement
1/8

*দীর্ঘ ২০ দিনের লড়াই থামল। হল না মিরাকেল। রবিবার দুপুর ১২.৫৯-এ প্রয়াত অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা। মাত্র ২৪-এই থেমে গেল তাঁর পথ চলা। সংগৃহীত ছবি।
advertisement
2/8
*আচমকাই মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়েছিল। অস্ত্রোপচারও করা হয়। তার পর এক সপ্তাহে একাধিক বার কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। সংগৃহীত ছবি।
advertisement
3/8
*হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পর পর ১০ বার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। তারপরেই অতি সংকটজনক হয়ে যায় পরিস্থিতি। এরপর আজ দুপুরে মৃত্যু হয় তাঁর। সংগৃহীত ছবি।
advertisement
4/8
*টলিপাড়া আজ স্তব্ধ। কান্নায় ভেঙে পড়েছে অভিনেত্রীর পরিবার। নিস্তব্ধ সব্যসাচীও। লড়াই থামল প্রেমিক এবং পরিবারেরও। সংগৃহীত ছবি।
advertisement
5/8
*১ নভেম্বর রাতে শহরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। ২৪ বছরের অভিনেত্রী তখন সংজ্ঞাহীন অবস্থায় ছিলেন। শরীরের ডান দিক প্রায় অসাড় হয়ে গিয়েছিল। হাসপাতালে যাওয়ার আগে আগে বারবার বমি করছিলেন। সংগৃহীত ছবি।
advertisement
6/8
*লড়াইটা শুরু হয়েছিল ২০১৫-এ। ঐন্দ্রিলা তখন একাদশ শ্রেণির ছাত্রী। ওই কাঁচা বয়সেই শরীরে থাবা বসায় মারণ রোগ, 'ক্য়ানসার'। হার মানেননি অভিনেত্রী। সংগৃহীত ছবি।
advertisement
7/8
২০২১-এ টলিউডে ফের পা রাখলেন ঐন্দ্রিলা। কাজ শুরু করলেন ধারাবাহিকে। কিন্তু ফের শরীর বেঁকে বসে। ফের অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হন। সেই লড়াইও জিতে ফিরেছিলেন। সংগৃহীত ছবি।
advertisement
8/8
*পরপর দুবার ক্যানসার, ব্রেন স্ট্রোক, মস্তিষ্কে রক্তক্ষরণ, হৃদরোগের কাছে হেরেই গেল সব প্রার্থনা, নিরলস চিকিৎসা৷ হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, শেষ সময় পর্যন্ত লড়াই করেছেন অভিনেত্রী। সংগৃহীত ছবি।