Rupam Islam: ফসিলস ঝড়ে 'তোলপাড়' মধ্যমগ্রাম, বছর ঘুরতেই কষ্ট ঘুচল ভক্তদের, এবার কী করলেন রূপম?
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Rudra Narayan Roy
Last Updated:
Rupam Islam: মঞ্চে উঠে একের পর এক রূপম ইসলামের গানে মুগ্ধ হন শ্রোতারা। তরুণ প্রজন্মের আবেগে যেন এক বছর আগের রূপম ইসলামের ফসিলসের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কষ্ট ঘুচিয়ে দিল এদিন।
advertisement
1/6

এক বছর আগে চরম বিশৃঙ্খলার কারণে মধ্যমগ্রামে বন্ধ করা হয়েছিল রূপম ইসলামের ফসিলস-এর অনুষ্ঠান। আবারও নতুন বছরের শুরুতেই মধ্যমগ্রামে ফসিলস ঝড়ে মাতল রূপম ভক্তরা।
advertisement
2/6
মধ্যমগ্রাম পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের মেঠোপারা ওয়েলফেয়ার অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েসন ক্লাবের ১৬-তম বার্ষিক অনুষ্ঠানে এদিন সঙ্গীত পরিবেশন করতে আসেন রুপম ইসলাম-সহ ফসিলস ব্যান্ড।
advertisement
3/6
রূপমের মঞ্চে উঠতে বেশ কিছুটা দেরি হলেও, সমর্থকদের ভিড় সন্ধ্যে থেকেই জমতে শুরু করেছিল ক্লাব ময়দানে। কারণটা অবশ্য রুপম ইসলাম ও তার গান। দূর-দূরান্ত থেকে মানুষের ভিড়ে কানায় কানায় ভরে ওঠে গোটা মাঠ।
advertisement
4/6
যদিও তার মাঝেই মঞ্চ থেকে স্থানীয় জনপ্রতিনিধি সুকান্ত মন্ডলকে দর্শনার্থীদের উদ্দেশ্যে বলতে শোনা যায়, "যারা পিছন থেকে ঢিল মারছেন, তারা এসব কাজ করবেন না। প্রশাসন আছে ধরে ফেলা হবে।"
advertisement
5/6
অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে, এদিন রুপম দর্শনের এই ব্যাপক ভিড়ে যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য আগাম প্রশাসনের দ্বারস্থ হয়েছিলেন ক্লাব কর্তৃপক্ষ। সেই অনুযায়ী এদিন রুপম ইসলাম ও ফসিলস-এর অনুষ্ঠান উপলক্ষে বাড়তি প্রায় ৫০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছিল। এছাড়াও ক্লাবের তরফ থেকে প্রায় ১০০ জন বাউন্সার রাখা হয়েছিল বলে জানানো হয়।
advertisement
6/6
মঞ্চে উঠে একের পর এক রূপম ইসলামের গানে মুগ্ধ হন শ্রোতারা। তরুণ প্রজন্মের আবেগে যেন এক বছর আগের রূপম ইসলামের ফসিলসের প্রোগ্রাম বন্ধ করে দেওয়ার কষ্ট ঘুচিয়ে দিল এদিন।