Guess the Celebrity: বলিউডের টপ হিরোইন ১৬ বছরেই পড়লেন মুখ্যমন্ত্রীর ছেলের প্রেমে, বিয়েতেই কেরিয়ার শেষ! কিন্তু স্বামী...অভিনেত্রীকে চিনতে পারছেন?
- Published by:Shubhagata Dey
Last Updated:
Guess the Celebrity : দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। মাত্র ১৬ বছর বয়সে মুখ্যমন্ত্রীর ছেলের প্রেমে পড়েন। অভিনয়ের শীর্ষে থাকাকালীন কেরিয়ার থেকে বিরতি নেন সংসার, সন্তানদের জন্য।
advertisement
1/6

*মাত্র ১৬ বছর বয়সে রীতেশ দেশমুখের বিপরীতে 'তুঝে মেরি কসম' ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন জেনেলিয়া ডিসুজা। জেনেলিয়া ভেবেছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর ছেলে রীতেশ, খুব অহংকারী হবেন, কিন্তু রীতেশ ছিলেন একেবারে তার উল্টো। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*রীতেশ এবং জেনেলিয়ার প্রেম 'তুঝে মেরি কসম' সিনেমার সেটে। ৯ বছর প্রেমের পর বিয়ে করেন এই জুটি। বিয়ের পর অভিনয় থেকে বিরতি নেন জেনেলিয়া। রীতেশ এবং জেনেলিয়ার দুই ছেলে। পরিবার ও সন্তানদের দেখাশোনার জন্য ১০ বছরেরও বেশি সময় ধরে সিনেমা থেকে দূরে ছিলেন। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*জেনেলিয়া ১০ বছর পর স্বামীর বিপরীতে অভিনয় করে সিনেমায় প্রত্যাবর্তন করেন। দীর্ঘ বিরতির পর অভিনেত্রী জেনেলিয়াকে পর্দায় দেখার জন্য উচ্ছ্বসিত ভক্তরা। রীতেশ ও জেনেলিয়া দু'জনেই বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি বা বলা ভাল পাওয়ার কাপল। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*যে কোনও অনুষ্ঠানে একসঙ্গে যান এই দম্পতি। পাবলিক ইভেন্ট হোক বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান সবেতেই তাঁদের উপস্থিতি চোখে পড়ে। শুধু তাই নয়, দু'জনের একসঙ্গে রিলগুলি ইন্টারনেটে ট্রেন্ড করে। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*১২ বছর ধরে বিবাহিত রীতেশ-জেনেলিয়া। তারপরেও তাঁদের রোম্যান্স ম্লান হয়নি। এটি বলিউডের অনেককে অবাক করে তাঁদের এই রসায়ন। এই দম্পতির একটি বিশাল ফ্যান ফলোয়ার রয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*চিরসবুজ প্রেমিক দম্পতি মৃত্যুর পর অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছেন। অনুদান দেওয়ার বিষয়ে রীতেশ বলেন, "আমাদের পরে অন্য কাউকে জীবন দেওয়ার চেয়ে ভাল উপহার এই পৃথিবীতে আর নেই। চলচ্চিত্র থেকে দূরে থাকা অভিনেত্রী জেনেলিয়া তার সোশ্যাল মিডিয়া পেজে বেশ সক্রিয়।" সংগৃহীত ছবি।