TRENDING:

Adrit Roy-Kaushambi Chakraborty: আর কোনও রাখঢাক থাকছে না? জন্মদিনে কৌশাম্বীকে জড়িয়ে এ কী নামে ডাকলেন আদৃত!

Last Updated:
Adrit Roy-Kaushambi Chakraborty: শনিবার, ১৫ জুলাই কৌশাম্বীর জন্মদিন ছিল। আদৃত কৌশাম্বীকে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অভিনেতার গানের স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি।
advertisement
1/7
আর কোনও রাখঢাক থাকছে না? জন্মদিনে কৌশাম্বীকে জড়িয়ে এ কী নামে ডাকলেন আদৃত!
টেলিপাড়ার অন‍্যতম চর্চিত জুটি ‘মিঠাই’ খ্যাত দিদি-ভাই, কৌশাম্বী চক্রবর্তী এবং আদৃত রায়।। অনস্ক্রিনে দু’জনে ভাই বোনের ভূমিকায় অভিনয় করলেও বাস্তবে তাঁদের সম্পর্কের জল যে অনেক দূর গড়িয়ে গিয়েছে তা তাঁদের সোশ‍্যাল মিডিয়ায় চোখ রাখলে বোঝা যায়। ( সব সংগৃহীত ছবি)
advertisement
2/7
শনিবার, ১৫ জুলাই কৌশাম্বীর জন্মদিন ছিল। আদৃত কৌশাম্বীকে জড়িয়ে ধরে একটি ছবি শেয়ার করেছেন। দেখেই বোঝা যাচ্ছে অভিনেতার গানের স্টুডিওতে তোলা হয়েছে ছবিটি।
advertisement
3/7
ক্যাপশনে আদৃত লিখেছেন, ‘শুভ জন্মদিন আমার পাগলি! অনেক অনেক আনন্দ কামনা করি তোমার জন্য। সবসময় এরকম হাসিখুশি থেকো’। সঙ্গে জুড়ে দেন লাল হৃদয়ের ইমোজি।। তাঁর পরনে হলুদ পাঞ্জাবি ও সাদা পাজামা। আর পাশে বাদামি শাড়ি ও সাদা ব্লাউজে কৌশাম্বী।
advertisement
4/7
যদিও কৌশাম্বীকে নিজের ‘বেস্ট ফ্রেন্ড’ বলে বহুবার পরিচয় দিয়েছিলেন আদৃত। কৌশাম্বী অবশ্য ‘দিদি নাম্বার ওয়ানে’ গিয়ে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন যে তিনি নিজের মনের মানুষকে পেয়ে গিয়েছেন। আর সেটা কে তাও খানিকটা স্পষ্ট করে দিয়েছেন তিনি।
advertisement
5/7
২০২১ সালের মাঝামাঝি সময়ে টলিপাড়ায় কান পাতলেই শোনা যাচ্ছিল বছরের শেষে বিয়ের পিঁড়িতে বসতে পারেন ‘মিঠাই’-এর নায়ক আদৃত রায়। সেই বছর শেষের দিকে সেই জল্পনার অবসান ঘটে। প্রায় ১০ বছরের প্রেম ভাঙে আদৃত রায়ের। ভেঙে যায় বিয়েও।
advertisement
6/7
‘মিঠাই’ ধারাবাহিকে সিদ্ধার্থ মোদকের পিসতুতো দিদির ভূমিকায় অভিনয় করেছিলেন কৌশাম্বী চক্রবর্তী। উচ্ছেবাবু তাঁকে ‘দিদিয়া’ বলে ডাকতেন। আর প্রেম ভাঙার পর সেই দিদিয়ার প্রেমেই মজেন 'ভাইয়া'।
advertisement
7/7
বর্তমানে, কৌশাম্বী ব্যস্ত ‘ফুলকি’র শুটিংয়ে। আদৃত এখনও কোনও প্রোজেক্টের কথা ঘোষণা করেননি। তবে, সূত্রের খবর খুব শিগগিরি ছোট পর্দায় দেখা যাবে ‘উচ্ছেবাবুকে’।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Adrit Roy-Kaushambi Chakraborty: আর কোনও রাখঢাক থাকছে না? জন্মদিনে কৌশাম্বীকে জড়িয়ে এ কী নামে ডাকলেন আদৃত!
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল