Aditya Roy Kapur: অনন্যার আগে জীবনে এসেছেন বহু নারী! আদিত্যের প্রাক্তনদের তালিকায় কারা আছেন?
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Aditya Roy Kapur: কয়েক মাস ধরেই গুঞ্জন, বি-টাউনের হার্টথ্রব আদিত্য রায় কাপুর জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে। কিন্তু অভিনেতার জীবনে এটাই প্রথম প্রেম নয়।
advertisement
1/6

বর্তমানে বলিউডের প্রতিভাবান অভিনেতাদের মধ্যে অন্যতম আদিত্য রায় কাপুর। আশিকি ২-র হাত ধরে জনপ্রিয়তা। তারপর 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি', 'ফিতুর'-এর মতো সিনেমায় অভিনয় করে সিনেমাপ্রেমীদের মন জায়গা করে নিয়েছেন তিনি। সম্প্রতি আদিত্য রায় কাপুর অভিনীত ‘দ্য নাইট ম্যনেজার’ প্রশংসিত হয়েছে দর্শকমহলে।
advertisement
2/6
কয়েক মাস ধরেই গুঞ্জন, বি-টাউনের হার্টথ্রব আদিত্য রায় কাপুর জমিয়ে প্রেম করছেন অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে। কিন্তু অভিনেতার জীবনে এটাই প্রথম প্রেম নয়। প্রেম এসেছে বারবার। দেখে নেওয়া যাক, অভিনেতার পুরনো প্রেমিকাদের তালিকা।
advertisement
3/6
রিয়া চক্রবর্তী সুশান্ত সিং রাজপুতের ঘটনার পর রিয়া চক্রবর্তী লাইমলাইটে ছিলেন। অভিনেতার মৃত্যুর পরে, আদিত্য রায় কাপুরের সঙ্গে রিয়া চক্রবর্তীর একটি ছবি অনলাইনে প্রকাশিত হয়েছিল। তাঁদের একসঙ্গে কিছু সময় কাটাতেও দেখা গিয়েছিল। অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর আদিত্য রায় কাপুরের সঙ্গে ডেট করার জন্য রিয়াকে ট্রোল করা হয়েছিল। কিন্তু সূত্রের খবর, আদিত্য রায় কাপুর এবং রিয়া চক্রবর্তীর খুব অল্পদিন একসঙ্গে ছিলেন।
advertisement
4/6
শ্রদ্ধা কাপুর ‘আশিকি ২’-তে আদিত্য রায় কাপুর এবং শ্রদ্ধা কাপুরের অনস্ক্রিন রসায়ন ভক্তদের খুব পছন্দ হয়েছিল। খুব ভাল বন্ধুত্বও ছিল অনস্ক্রিন এই জুটির। সূত্রের খবর, তাঁরা বেশ কয়েক বছর ধরে সম্পর্কে ছিলেন। কিন্তু দ্বিতীয় সিনেমা ‘ওকে জানু’র পর তাঁদের বিচ্ছেদ ঘটে।
advertisement
5/6
অহনা দেওল আদিত্য রায় কাপুর এবং অহনা দেওল ছোটবেলার বন্ধু। অহনা দেওলের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন আদিত্য রায় কাপুর। শোনা যায়, চার বছর প্রেমের সম্পর্কে ছিলেন তাঁরা। সে প্রেমও টেকেনি। এই মুহূর্তে ব্যবসায়ী বৈভব বোহরার সঙ্গে বিবাহিত জীবন সুখেই কাটাচ্ছেন অহনা।
advertisement
6/6
ডিভা ধাওয়ান আদিত্য রায় কাপুর ও ডিভা ধাওয়ান বেশ কয়েকদিন ডেট করছিলেন। ডিভা একজন ফ্যাশন ডিজাইনার এবং মডেল। আদিত্য রায় কাপুরের সঙ্গে তাঁর জন্মদিন উদযাপন করতে দেখা গিয়েছিল ডিভাকে। পরে বিচ্ছেদ হয়ে যায় তাঁদের।