Bollywood Gossip: কেউ জানতেনই না... অদিতি রাও হায়দারির প্রথম স্বামীকে চেনেন? তাকেই বিয়ে করলেন মাসাবা গুপ্তা! কে এই সত্যদীপ মিশ্র?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
অদিতি রাও হায়দারি হিন্দি, তামিল, তেলেগু এবং মালায়লাম ছবিতে কাজ করেছেন। 'পদ্মাবত', 'কাতরু ভেলিয়াইদাই', 'হিরামান্দি'-এর মতো ছবিতে অভিনয়ের জন্য তিনি প্রশংসিত হয়েছেন। তিনি একজন ভাল শাস্ত্রীয় নৃত্যশিল্পীও বটে।
advertisement
1/5

অদিতি রাও হায়দারির প্রথম বিয়ে হয়েছিল অভিনেতা সত্যদীপ মিশ্রের সঙ্গে, তাও আবার ২১ বছর বয়সে। সত্যদীপ আগে একজন আইএএস এবং আইনজীবী ছিলেন কিন্তু অভিনয়ের জন্য চাকরি ছেড়ে দিয়েছিলেন। অদিতি জানিয়েছিলেন, তাঁরা এখনও ভাল বন্ধু।
advertisement
2/5
অদিতি রাও হায়দারি জানান, সত্যদীপের পরিবারের সঙ্গে তাঁর এখনও ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সত্যদীপের মা তাঁকে মেয়ের মত ভালবাসেন। বয়সের ব্যবধান থাকা সত্ত্বেও, তিনি প্রায়শই রসিকতা করেন যে অদিতি এমন একটি সন্তান যাকে তিনি ছাড়তে পারবেন না।
advertisement
3/5
অদিতি রাও হায়দারির সঙ্গে বিচ্ছেদের বহু বছর পর সত্যদীপ ২০২৩ সালে নীনা গুপ্তার মেয়ে এবং ডিজাইনার মাসাবা গুপ্তকে বিয়ে করেন। সেই সময় অদিতি এই দম্পতিকে অভিনন্দন জানান। সত্যদীপ এবং মাসাবা সুখে জীবন কাটাচ্ছেন।
advertisement
4/5
অদিতি রাও হায়দারি জানান, একজন শিল্পী হিসাবে তাঁর ব্যক্তিগত বা পারিবারিক পটভূমি গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় তাঁরা তাঁদের কাজে যেন স্বচ্ছ থাকেন।
advertisement
5/5
অন্যদিকে অদিতি এবং সিদ্ধার্থের প্রেমের গল্প শুরু হয়েছিল ২০২১ সালের তেলেগু ছবি 'মহা সমুদ্রম'-এর সেটে,। যদিও ছবিটি ভালো সাড়া পায়নি, তবে এখান থেকেই এটি সিদ্ধার্থ এবং অদিতি জুটি হয়ে ওঠে।