TRENDING:

Tollywood Gossip| Swastika-Shovan Breakup Rumor|| ভাঙছে শোভন-স্বস্তিকার জমাটি প্রেম? গায়কের জীবনে ফের প্রাক্তন? বিস্ফোরক অভিনেত্রী

Last Updated:
Swastika Dutta-Shovan Ganguly Breakup Rumor: টলিপাড়ায় গুঞ্জন শোভন-স্বস্তিকার মধ্যে নাকি তৃতীয় জনের আগমন ঘটেছে। আর তাই জন্যই নায়িকা এবং গায়কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই তৃতীয়জন শোভনের প্রাক্তন...
advertisement
1/10
ভাঙছে শোভন-স্বস্তিকার জমাটি প্রেম? গায়কের জীবনে ফের প্রাক্তন? বিস্ফোরক অভিনেত্রী
*ইমন চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে ভাঙনের পর অভিনেত্রী স্বস্তিকা দত্তের সঙ্গে সম্পর্কে জড়ান সঙ্গীতশিল্পী শোভন গঙ্গোপাধ্যায়। ২০২১ সাল থেকে জমিয়ে প্রেম করছেন দু'জন। তবে সম্প্রতি নাকি শোভন-স্বস্তিকার সম্পর্কে চিড় ধরেছে! ছবিঃ ফেসবুক।  
advertisement
2/10
*প্রেম শুরুর পর থেকে নিজেদের সম্পর্ক নিয়ে কখনও কোনও রাখঢাক রাখেননি দু'জনে। নানা সময়ে সোশ্যাল মিডিয়ায় নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন। ছবিঃ ফেসবুক।  
advertisement
3/10
*নতুন বছরের শুরুর দিকেই প্রেম-বার্ষিকী পালন করেছিলেন দু'জনে। সেই ছবিও ফুটে উঠেছিল সোশ্যাল মিডিয়ার পর্দায়। তাহলে  হঠাৎ কী এমন ঘটে গেল? তা নিয়েই শুরু হয়েছে ব্যাপক জল্পনা। ছবিঃ ফেসবুক।  
advertisement
4/10
*টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে শোভন-স্বস্তিকার মধ্যে নাকি তৃতীয় জনের আগমন ঘটেছে। আর তাই জন্যই নায়িকা এবং গায়কের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। সেই তৃতীয় জন নাকি শোভনের প্রাক্তন! আর তাতেই ব্যাপক চটেছেন 'তোমার খোলা হাওয়া'র নায়িকা। ছবিঃ ফেসবুক।  
advertisement
5/10
*বেশ কয়েকদিন ধরে এই নিয়ে গুঞ্জন চলছে টলিপাড়ায়। আর এই ধরনের খবরে খুবই বিরক্ত বোধ করছেন স্বস্তিকা। বিচ্ছেদের গুঞ্জন নিয়েও মুখ খুলেছেন অভিনেত্রী। ছবিঃ ফেসবুক।  
advertisement
6/10
*সম্প্রতি এ বিষয়ে প্রশ্ন করা হলে বিরক্ত স্বস্তিকা দত্ত বাংলার প্রথম সারির একটি সংবাদমাধ্যমকে সাফ জানান, 'আমি এ বিষয়ে কিছুই বলতে চাই না। এটা আমাদের ব্যক্তিগত বিষয়। এখানে কোনও তৃতীয়, চতুর্থ, পঞ্চম ব্যক্তি নেই। আমরা একসঙ্গে আছি কি নেই, তা নিয়ে কিছু বলতে চাই না।' ছবিঃ ফেসবুক।  
advertisement
7/10
*অন্যদিকে শোভন অন্য এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, শোভনও ব্যস্ত ছিলেন কাজ নিয়ে। একই প্রশ্নে শুনে তিনি জবাব দেন, "আমি এরকম প্রথমবার শুনলাম। কোনও সমস্যা হয়নি আমাদের। এমনিতেও এগুলো আমাদের ব্যক্তিগত ব্যাপার। যদি সে রকম কিছু সমস্যা হয়, সেক্ষেত্রে জানিয়ে দেব।" ছবিঃ ফেসবুক।  
advertisement
8/10
*টলিপাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, শোভনের জীবনে প্রাক্তন নাকি ফিরে আসছেন। আর তা নিয়েই স্বস্তিকার সঙ্গে সম্পর্কে অবনতি। শোভন নাকি মাঝে মধ্যেই প্রাক্তনের কাছে ছুটে যাচ্ছেন। ছবিঃ ফেসবুক।  
advertisement
9/10
*যদিও শোনা যাচ্ছে, স্বস্তিকা এখনই সম্পর্ক ভাঙার বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইছেন না। ঘনিষ্ঠমহলে স্বস্তিকা জানিয়েছেন, শোভনকে আরও একবার সুযোগ দিতে চান। ছবিঃ ফেসবুক।  
advertisement
10/10
*প্রসঙ্গত, স্বস্তিকা দত্ত এখন 'তোমার খোলা হাওয়ার' শ্যুটিং নিয়ে বেজায় ব্যস্ত। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি 'ফাটাফাটি'-তেও অভিনয় করেছেন তিনি। মে মাসে মুক্তি পাবে সিনেমা। ছবিঃ ফেসবুক।
বাংলা খবর/ছবি/বিনোদন/
Tollywood Gossip| Swastika-Shovan Breakup Rumor|| ভাঙছে শোভন-স্বস্তিকার জমাটি প্রেম? গায়কের জীবনে ফের প্রাক্তন? বিস্ফোরক অভিনেত্রী
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল