Sunny Leone: ‘জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা’! বিয়ের দু'মাস আগেই...কী হয়েছিল সানির সঙ্গে? কষ্ট-যন্ত্রণা নিয়ে নিজেই মুখ খুললেন নায়িকা
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Bollywood Actress Sunny Leone: সিনে পাড়ায় তাঁর যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। তবে ধীরে ধীরে নিজেকে বলিউডের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছেন সানি লিওনি। কিন্তু জানেন কি বিয়ের ঠিক দু'মাস আগেই সানির সঙ্গে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা।
advertisement
1/11

নীল ছবির তারকা থেকে বলিউডের নায়িকা। সিনে পাড়ায় তাঁর যাত্রাপথ মোটেই মসৃণ ছিল না। তবে ধীরে ধীরে নিজেকে বলিউডের নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত করে তুলেছেন সানি লিওনি। কিন্তু জানেন কি বিয়ের ঠিক দু'মাস আগেই সানির সঙ্গে ঘটেছিল এক মর্মান্তিক ঘটনা।
advertisement
2/11
বলিউডে সানি লিওনির আত্মপ্রকাশ পূজা ভট্ট পরিচালিত ছবি ‘জিসম ২’ছবির মাধ্যমে। এর পর ‘জ্যাকপট’,‘রাগিনী এমএমএস-২’, ‘এক পহেলি লীলা’,‘রইস’-সহ একাধিক সিনেমাতে কাজ করছেন সানি।
advertisement
3/11
সিনেমার পাশাপাশি আইটেম গান থেকে মিউজ়িক ভিডিয়ো, রিয়্যালিটি শোতেও দেখা গিয়েছে সানি লিওনিকে।
advertisement
4/11
বর্তমানে ‘স্প্লিটসভিলা এক্স ৫’-এর সঞ্চালনার দায়িত্ব রয়েছে তাঁর উপর। সানি লিওনির কেরিয়ারের পাশাপাশি তাঁর জীবন নিয়েও ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
advertisement
5/11
স্বামী ড্যানিয়াল ওয়েবার ও তিন ছেলে-মেয়েকে নিয়ে সুখের সংসার সানির। তবে অতীতের একটি ঘটনা আজও ভুলতে পারেন নি নায়িকা।
advertisement
6/11
বিয়ের ঠিক মাস দুয়েক আগেই সানিকে ছেড়ে চলে গিয়েছিলেন তাঁর তত্কালীন প্রেমিক। অতীতের সেই কষ্টের দিনগুলির কথা নিজেই রিয়্যালিটি শোয়ের মঞ্চে বলেছিলেন নায়িকা।
advertisement
7/11
অভিনেত্রী জানান, ড্যানিয়েলের সঙ্গে বিয়ের আগে অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন সানি। প্রাক্তন প্রেমিকের সঙ্গে তাঁর বিয়েরও ঠিক হয়ে গিয়েছিল। এমনকী বাগদানও হয়ে যায়।
advertisement
8/11
তবে, সানির বারবার মনে হচ্ছিল কোথাও হয়তো একটা ভুল হচ্ছে। সানির কথায়, ‘‘মন বলছিল কোথাও একটা ভুল হচ্ছে। বোধহয় ও আমার সঙ্গে প্রতারণা করছে।’’
advertisement
9/11
এমন পরিস্থিতিতে সানি তাঁর প্রাক্তন প্রেমিককে একদিন জিজ্ঞেস করেছিলেন, তিনি তাঁকে ভালোবাসেন কি না। সেই সময় নাকি সানিকে ‘না’ বলেছিলেন তিনি। তখনই অভিনেত্রী জানতে পারেন, তাঁর সঙ্গে প্রতারণা হচ্ছে।
advertisement
10/11
সানির কথায়, ‘‘বিয়ের মাত্র দু'মাস বাকি ছিল। হাওয়াইতে ডেস্টিনেশন ওয়েডিং হওয়ার কথা ছিল। বিয়ের পোশাকও পছন্দ করা হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এটা জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।’’
advertisement
11/11
সানির কথায়, ‘‘বিয়ের মাত্র দু'মাস বাকি ছিল। হাওয়াইতে ডেস্টিনেশন ওয়েডিং হওয়ার কথা ছিল। বিয়ের পোশাকও পছন্দ করা হয়ে গিয়েছিল। মনে হয়েছিল এটা জীবনের সবচেয়ে খারাপ অভিজ্ঞতা।’’