TRENDING:

Bollywood Actress: 'যমে-মানুষে টানাটানি চলেছে...', ফুল দেখলেই আজও ভয়ে কঁকিয়ে ওঠেন এই বলি নায়িকা, চিনুন তাঁকে

Last Updated:
Bollywood Actress: বিয়ের মাত্র চার বছর পর স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। তাঁর জীবনের কঠিন সত্যি জানুন...
advertisement
1/7
'যমে-মানুষে টানাটানি চলেছে...', ফুল দেখলেই আজও ভয়ে কঁকিয়ে ওঠেন এই বলি নায়িকা
*সামান্থা রুথ প্রভু তার পেশাগত জীবনের চেয়ে ব্যক্তিগত জীবনের জন্য অনেক দিন ধরেই শিরোনামে। বিয়ের মাত্র চার বছর পর স্বামী নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় অভিনেত্রীর। কখনও অসুস্থতার কারণে, আবার কখনও বিজয় দেবেরকোন্ডার সঙ্গে তাঁর নাম যুক্ত হওয়ার তিনি খবরে রয়েছেন। সামান্থা বর্তমানে ছুটিতে রয়েছেন। সম্প্রতি অভিনেত্রী ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে তিনি ফুল সম্পর্কে তার ভীতি প্রকাশ করেছেন। (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
advertisement
2/7
*সম্প্রতি দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ফুল নিয়ে একটি পোস্ট শেয়ার করেছেন। এই পোস্টে, অভিনেত্রী জানিয়েছেন কেন ফুল ভয় পান। জানিয়েছেন, শেষবার যখন তিনি ফুল পেয়েছিলেন, তখন তাঁকে হাসপাতালে ছুটতে হয়েছিল। (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
advertisement
3/7
*সামান্থা রুথ প্রভু সম্প্রতি এই পোস্টটি শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, ফুল উপহার পেলে ভয় পান, কারণ অ্যালার্জি রয়েছে। (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
advertisement
4/7
*অভিনেত্রী ইনস্টাগ্রাম হ্যান্ডেলে ফুলের তোড়া-সহ নিজের একটি ছবি শেয়ার করেছেন। দ্য ফ্যামিলি ম্যান ২ অভিনেত্রী বলেন, শেষবার যখন তিনি ফুল পেয়েছিলেন, তখন তাঁকে হাসপাতালে জরুরি ভিত্তিতে ভর্তি হতে হয়েছিল। (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
advertisement
5/7
*ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন, 'এই অনুভূতিগুলি খুব মিশ্র, যখন আপনি এই সুন্দর জিনিসগুলি পছন্দ করেন অথচ সেই উপহার পেলে ভয় পান!' (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
advertisement
6/7
*সামান্থার কাজ নিয়ে বলেন, অভিনয় থেকে আপাতত দূরে রয়েছেন এবং মায়োসাইটিস নামক একটি অটোইমিউন রোগে ভুগছেন। (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
advertisement
7/7
*সাম্প্রতিক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, 'এটা সহজ নয়, তবে আমি মনে করি সোশ্যাল মিডিয়ার সঙ্গে আমার সম্পর্কের একটি মিষ্টি জায়গায় পৌঁছেছি। এটা আমার জন্য খুবই তৃপ্তিদায়ক, যেখানে আমি আমার সত্যিকারের আত্মাকে তুলে ধরতে পারব এবং আমার দুর্বলতা, শক্তি এবং তাঁর মধ্যে থাকা সবকিছু দেখাতে পাব। (ছবি সৌজন্যে: Instagram: @samantharuthprabhuoffl)
বাংলা খবর/ছবি/বিনোদন/
Bollywood Actress: 'যমে-মানুষে টানাটানি চলেছে...', ফুল দেখলেই আজও ভয়ে কঁকিয়ে ওঠেন এই বলি নায়িকা, চিনুন তাঁকে
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল