Rupsa Chatterjee|| হার মানল হলিউড, বলিউড! রাজকীয় আসরে গাঁটছড়া বাঁধলেন অভিনেত্রী রূপসা, চিনুন তাঁর স্বামীকে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Actress Rupsa Chatterjee Engagement Viral Photos: ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনেই রূপসা রেজিস্ট্রি বিয়ে সেরেছেন রূপসা চট্টোপাধ্যায় ও প্রেমিক সায়নদীপ সরকার। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
advertisement
1/10

*একের পর এক টলিউড অভিনেতা-অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসছেন। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায়। ১৪ ফেব্রুয়ারি আইনি বিয়ে সেরেছেন তিনি প্রেমিক সায়নদীপ সরকারের সঙ্গে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
2/10
*১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভালবাসার দিনেই রূপসা রেজিস্ট্রি বিয়ে সেরেছেন। সেই বিশেষ দিনের নানা মুহূর্তের ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। রূপসার স্বামী সায়নদীপ বিনোদন দুনিয়ার নন। তিনি কর্পোরেট সংস্থায় কর্মরত। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
3/10
*রূপসা জানিয়েছিলেন, একটি ঘরোয়া অনুষ্ঠানেই আলাপ তাদের। প্রথম দেখাতেই ভাললাগা। তারপরেই একে অপরের প্রেমে পড়েন। তবে বিয়ের সিদ্ধান্ত নিতে খুব বেশি লাগেনি। মাত্র সাত মাসের আলাপে সায়নদীপের সঙ্গে আইনি বিয়ে সারলেন অভিনেত্রী। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
4/10
*বিয়ের আগে গত কয়েকদিন ধরে আইবুড়ো ভাত খাওয়ার নানা ছবি সোশ্যাল মিডিয়াতে ভাগ করে নিচ্ছিলেন রূপসা এবং প্রেমিক সায়নদীপ। এরপর প্রেমের দিনে, প্রেমের সপ্তাহে বেশ ধুমধাম করেই রেজিস্ট্রি বিয়ে সেরেছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
5/10
*রূপসা এবং সায়নদীপের আইনি বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই পরিবারের সদস্যরা। গঙ্গার ধারের একটি ভাসমান হোটেলে বসেছিল আইনি বিয়ের আসর। এ দিন বাগদানের পাশাপাশি রেজিস্ট্রিও সেরে ফেলেছেন দু'জনে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
6/10
*এ দিনের অনুষ্ঠানে কেক কেটে সেলিব্রেশন হয়েছে। পার্টিতে সাদা গাউনে সেজেছিলেন রূপসা। সায়নদীপের পরেছিলেন সাদা শার্ট, ব্লেজার এবং কালো ট্রাউজার। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
7/10
*এ দিন বিয়ের অনুষ্ঠানের নানা মুহূর্ত সোশ্যাল মিডিয়াতে দেখে নেটিজেনরা শুভেচ্ছা জানিয়েছেন নব দম্পতিকে। তাঁদের ছবি ভাইরাল হতে সময় নেয়নি। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
8/10
*যদিও এ বছর সামাজিক বিয়ে করবেন না রূপসা। বিয়ের অনেক প্ল্যান রয়েছে তাঁদের, তাই সেই প্ল্যানিং-এ সময় লাগবে। তাই সামাজিক বিয়ের জন্য আরও একটি বছর অপেক্ষা করতে চান দুজনে। ২০২৪ সালে সামাজিক বিয়ে করবেন দু'জনে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
9/10
*বিয়ের পর রূপসা নতুন সংসার পাতবেন সায়নদীপের সালকিয়ার নতুন ফ্ল্যাটে। মার্চের শেষে গোয়া ঘুরতে যেতে পারেন দু'জনে হানিমুনে। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।
advertisement
10/10
*রূপসা বাংলা সিরিয়াল থেকে জনপ্রিয়তা পেলেও বর্তমানে তিনি ওয়েব সিরিজে কাজ করছেন। খুব শীঘ্রই ‘নটি বিনোদিনী’ ছবির শুটিং শুরু হতে চলেছে, সেখানেও একটি বিশেষ ভূমিকায় তিনি অভিনয় করছেন। ছবিঃ সোশ্যাল মিডিয়ার সৌজন্যে।