Actress: বিয়ে করেই সিনেমাকে বিদায়! ১৪ বছর ফিল্ম থেকে দূরে, এখন সম্পত্তি ২০০০ কোটি, তাও অভিনেত্রীর জন্য কাজ চাইছেন তাঁর স্বামী? প্রসেনজিতের সুন্দরী নায়িকাকে চিনতে পারছেন?
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Actress: প্রসেনজিত্ চট্টোপাধ্যায়ের বিপরীতে ‘রিফিউজি’, ‘চিতা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষবার ‘পেন সিংঘম’ নামক একটি দক্ষিণী ছবিতে দেখা গিয়েছিল।
advertisement
1/9

বলিউড থেকে দক্ষিণ। একসময় সিনে জগতে রাজ করেছেন নায়িকা। কাজ করেছেন বাংলা ছবিতেও। কিন্তু কেরিয়ারের শিখরে হঠাত্‍ বিয়ে করেই রুপোলি পর্দার জগত্‍ থেকে একরকম হারিয়ে যান তিনি।
advertisement
2/9
বিয়ের পর সিনেমার কেরিয়ারকে ইতি জানিয়ে একেবারে পাকাপাকি সংসারী হয়ে গিয়েছেন, বলিউডে এমন নায়িকাদের তালিকা দীর্ঘ। মাধুরি দীক্ষিত, জুহি চাওলাদের মতো কিছু অভিনেত্রী আবার বহু বছর পর ক‍াম‍ব‍্যাকও করেছেন পর্দায়। তবে সুন্দরী এই নায়িকা এখনও পর্যন্ত ফেরেননি সিনেমার পর্দায়।
advertisement
3/9
প্রায় ১৪ বছর হয়ে গেল, তিনি সিনে জগত থেকে দূরে। একসময় সৌন্দর্যে তাঁকে তুলনা করা হত দিব‍্যা ভারতীর সঙ্গে। নাচেও ছিলেন তুখোড়। দক্ষিণী অভিনেত্রীর অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল তেলুগু ছবিতে অভিনয় করে। মাত্র ১৫ বছর বয়সে। তারপর আর ফিরে তাকাতে হয়নি।
advertisement
4/9
দক্ষিণ ছাড়িয়ে তিনি পা রাখেন বলিউডে। এখানেও হিট তাঁর অভিনয়, নাচ। তিনি অভিনেত্রী রম্ভা। প্রায় ১৪ বছর সিনেমা থেকে দূরে থাকা অভিনেত্রী ফের তাঁর সম্পত্তির পরিমাণ নিয়ে চর্চায়।
advertisement
5/9
অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে জন্ম রম্ভার। সপ্তম শ্রেণিতে পড়ার সময়ই তিনি স্কুলের একটি অনুষ্ঠানে চোখে পড়ে যান পরিচালক হরিহরণের। মাত্র ১৫ বছর বয়সেই সুযোগ পেয়ে যান সিনেমায়। এরপর সাউথের গণ্ডি পেরিয়ে বলিউডেও একাধিক হিট ছবিতে অভিনয় করেছেন নায়িকা।
advertisement
6/9
সলমনের খানের বিপরীতে জোড়ি নং ১-এ দেখা গিয়েছিল তাঁকে। বাংলা সিনেমাতেও কাজ করেছেন অভিনেত্রী। প্রসেনজিত্‍ চট্টোপাধ‍্যায়ের বিপরীতে ‘রিফিউজি’, ‘চিতা’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁকে শেষবার ‘পেন সিংঘম’ নামক একটি দক্ষিণী ছবিতে দেখা গিয়েছিল।
advertisement
7/9
এরপর কানাডার ব্যবসায়ী ইন্দ্রকুমার পদ্মনাভনকে বিয়ে করে বিদেশে বসবাস শুরু করেন। তাদের দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে। রম্ভার স্বামী বিখ‍্যাত ব‍্যবসায়ী। বিয়ের পর সিনেমা থেকে অবসর নিলেও বেশ কয়েকটি রিয়‍্যালিটি শোতে বিচারকের আসনে দেখা গিয়েছিল রম্ভাকে।
advertisement
8/9
ফের অভিনয়ে প্রত‍্যাবর্তন করতে পারেন অভিনেত্রী। রম্ভা যদিও এ বিষয়ে এখনও কিছুই জানাননি। সম্প্রতি একটি ফিল্ম উৎসবে অংশ নেওয়া প্রযোজক থানু মঞ্চে রম্ভা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেন- ‘‘২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক রম্ভা। তার স্বামী বড় ব্যবসায়ী। ২০০০ কোটি টাকার সম্পত্তির মালিক। কিছুদিন আগে রম্ভার স্বামী আমার কাছে এসে রম্ভাকে আবার ফিল্মে সুযোগ দেওয়ার জন্য বলেছিলেন। এর জন্য ফিল্ম বানানোর প্রয়োজন নেই। আমি নিজেই ভাল কোম্পানি দেখে বলব।’’
advertisement
9/9
থানু জানান, 'রম্ভার স্বামী ইন্দ্রকুমার পদ্মনাভন বড় ব্যবসায়ী। কানাডায় ব্যবসা চালানো তিনি অনেক কোম্পানি পরিচালনা করেন। হোম ইন্টেরিয়রের জন্য বিখ্যাত ম্যাজিক উডস কোম্পানির পরিচালক ইন্দ্রকুমার। এই কোম্পানির পাশাপাশি, রম্ভার নামে একটি কোম্পানি সহ মোট ৫টি কোম্পানি পরিচালনা করেন। এর মধ্যে কিছু কোম্পানি চেন্নাইতেও চলছে।'