ছেলের মুখে ভাত পালন করলেন পূজা বন্দ্যোপাধ্যায় ! দেখুন ছবি
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান পালন করলেন নায়িকা।
advertisement
1/5

বলিউড তথা টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়। আপাতত তিনি মায়ের কর্তব্য পালনে ব্যস্ত। প্রেগনেন্সির সময়টা দারুণ উপভোগ করছেন পূজা। বেবি বাম্প-এর নানা ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তারপর মিষ্টি এক পুত্র সন্তানের জন্ম দেন তিনি।
advertisement
2/5
পূজার ছোট্ট ছেলে কৃষভ-এর অন্নপ্রাশন হল নিয়ম নিষ্ঠা মেনে। ধুতি পাঞ্জাবি পরে, চন্দনের টিপ দিয়ে সেজে উঠেছে কৃষভ।
advertisement
3/5
পূজার সাজ একেবারে সাধারণ। সিকুয়েন্সের কাজ করা হালকা গোলাপি রঙের শাড়ি।
advertisement
4/5
ছোট পর্দা দিয়ে অভিনয় জীবন শুরু করেছেন পূজা। তাঁর প্রথম ধারাবাহিক 'কাহানি হামারে মহাভারত কি'। তারপর একের পর এক ধারাবাহিক করে গিয়েছেন পূজা।
advertisement
5/5
হিন্দি, বাংলা, তেলুগু সহ বেশ কিছু অন্য ভাষার ছবিতে করেছেন পূজা। তাঁর প্রথম বাংলা ছবি 'মাচো মাস্তানা'। তবে দেবের বিপরীতে 'চ্যালেঞ্জ টু' ছবি দিয়েই খ্যাতি লাভ করেন পূজা।